বাংলাদেশের বিপক্ষেই সুযোগ পাচ্ছেন সরফরাজ খান

বাংলাদেশের বিপক্ষেই সুযোগ পাচ্ছেন সরফরাজ খান
Vinkmag ad

মুম্বাই ব্যাটার সরফরাজ খান চলমান রঞ্জি ট্রফির আসরে আছেন ফর্মের তুঙ্গে। মধ্য প্রদেশের বিপক্ষে ফাইনালে সেঞ্চুরি করা সরফরাজ খান ভারতীয় টেস্ট দলে সুযোগ পাবার দ্বারপ্রান্তে আছেন।

চার সেঞ্চুরিতে চলমান রঞ্জি ট্রফিতে ৯০০ এর বেশি রান করেছেন সরফরাজ খান। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। তার এই ফর্মের পুরস্কার মিলতে পারে দ্রুতই। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই ভারতের পক্ষে টেস্ট অভিষেক হতে পারে ২৪ বছর বয়সী এই ব্যাটারের।

টাইমস অব ইন্ডিয়াকে এক বিসিসিআই কর্তা বলেন, ‘এখন তাকে অগ্রাহ্য করা অসম্ভব। তার পারফরম্যান্স তার সামর্থ্যের জানান দিচ্ছে। যা দিয়ে তিনি ভারতীয় দলের অনেকের জন্য হুমকি হয়েছেন। সে নিশ্চিতভাবেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে থাকবে। সে ভারতীয় এ দলের হয়ে গেলবছর দক্ষিণ আফ্রিকায় ভালো করেছে। সে একজন দারুণ ফিল্ডারও।’

রঞ্জি ট্রফির ফাইনালে তার ১৩৪ এ ভর করে প্রথম ইনিংসে ৩৭৪ রান করেছে মুম্বাই। এই ইনিংসকে নিজের খেলা সেরা ইনিংস বলছেন সরফরাজ।

তিনি বলেন, ‘রঞ্জি ট্রফিতে এটি আমার সেরা ইনিংস কারণ এটা ফাইনাল এবং এটা এমন সময়ে এসেছে যখন দল খারাপ অবস্থানে ছিল। আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিলাম।’

‘আমার লক্ষ্য ছিল যাই হোক না কেনো আমি আমার উইকেট বিলিয়ে আসব না। যদি আমাকে ৩০০ বলও খেলতে হয়, আমি খেলব। যত বেশি বল আমি খেলব, আমার ইনিংস তত বড় হবে।’

৯৭ ডেস্ক

Read Previous

আবারও ইংল্যান্ডের পথের কাটা মিচেল-ব্লান্ডেল

Read Next

হজ করতে ছুটি, আদিল রশিদকে উৎসাহ দিয়েছে ইসিবি

Total
6
Share