

মুম্বাই ব্যাটার সরফরাজ খান চলমান রঞ্জি ট্রফির আসরে আছেন ফর্মের তুঙ্গে। মধ্য প্রদেশের বিপক্ষে ফাইনালে সেঞ্চুরি করা সরফরাজ খান ভারতীয় টেস্ট দলে সুযোগ পাবার দ্বারপ্রান্তে আছেন।
চার সেঞ্চুরিতে চলমান রঞ্জি ট্রফিতে ৯০০ এর বেশি রান করেছেন সরফরাজ খান। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। তার এই ফর্মের পুরস্কার মিলতে পারে দ্রুতই। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই ভারতের পক্ষে টেস্ট অভিষেক হতে পারে ২৪ বছর বয়সী এই ব্যাটারের।
টাইমস অব ইন্ডিয়াকে এক বিসিসিআই কর্তা বলেন, ‘এখন তাকে অগ্রাহ্য করা অসম্ভব। তার পারফরম্যান্স তার সামর্থ্যের জানান দিচ্ছে। যা দিয়ে তিনি ভারতীয় দলের অনেকের জন্য হুমকি হয়েছেন। সে নিশ্চিতভাবেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে থাকবে। সে ভারতীয় এ দলের হয়ে গেলবছর দক্ষিণ আফ্রিকায় ভালো করেছে। সে একজন দারুণ ফিল্ডারও।’
রঞ্জি ট্রফির ফাইনালে তার ১৩৪ এ ভর করে প্রথম ইনিংসে ৩৭৪ রান করেছে মুম্বাই। এই ইনিংসকে নিজের খেলা সেরা ইনিংস বলছেন সরফরাজ।
From run-scoring extravaganza to emotional celebration & a bit of banter. 👏 👍
DO NOT MISS: Sarfaraz Khan shares it all as he chats with Hardik Tamore after Day 2 of the @Paytm #RanjiTrophy #Final. 👌 👌 – By @ameyatilak
Full interview 🎥 🔽 #MPvMUM https://t.co/30uqxhDUEn pic.twitter.com/tUMquiC95F
— BCCI Domestic (@BCCIdomestic) June 23, 2022
তিনি বলেন, ‘রঞ্জি ট্রফিতে এটি আমার সেরা ইনিংস কারণ এটা ফাইনাল এবং এটা এমন সময়ে এসেছে যখন দল খারাপ অবস্থানে ছিল। আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিলাম।’
‘আমার লক্ষ্য ছিল যাই হোক না কেনো আমি আমার উইকেট বিলিয়ে আসব না। যদি আমাকে ৩০০ বলও খেলতে হয়, আমি খেলব। যত বেশি বল আমি খেলব, আমার ইনিংস তত বড় হবে।’