টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকলেন মিরাজ, দারুণ খুশি অধিনায়ক রিয়াদ

টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকলেন মিরাজ, দারুণ খুশি অধিনায়ক রিয়াদ
Vinkmag ad

ইয়াসির আলি রাব্বির চোটে পড়া ও মোহাম্মদ সাইফউদ্দিন বোলিং ফিটনেস এখনো পুরোপুরি ফিরে না পাওয়ায় ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আর তাকে দলে পেয়ে বেশ খুশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ওয়েস্ট ইন্ডিজ সফরের তিন ফরম্যাটেই ছিলেন রাব্বি । তবে টেস্ট সিরিজ শুরুর আগেই চোটে পড়ে দেশেই ফিরে আসছেন এই ব্যাটার। এদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকা অলরাউন্ডার সাইফউদ্দিন শেষ মুহূর্তে ফিটনেস টেস্ট উতরাতে না পেরে ওয়েস্ট ইন্ডিজই যেতে পারছেন না।

রাব্বির জায়গায় মিরাজ ও সাইফউদ্দিনের জায়গায় টি-টোয়েন্টিতে যুক্ত করা হচ্ছে ওয়ানডে দলে থাকা পেসার এবাদত হোসেনকে। টেস্ট ও ওয়ানডেতে নিয়মিত মিরাজ সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

আজ (২৪ জুন) ভোরে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াদে থাকা ক্রিকেটাররা। বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন টি-টোয়েন্টি কাপ্তান রিয়াদ।

মিরাজকে দলে পাওয়া প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমার মনে হয় মিরাজের এটা প্রাপ্য। ও খুব ভালো পারফর্ম করছে। শেষ বিপিএলেও ভালো করেছে। আমি খুব খুশি ও স্কোয়াডে আছে।’

দলের ভারসাম্য নিয়ে খুশি রিয়াদ জিততে চান সিরিজ, ‘বাংলাদেশের টার্গেট সিরিজ জয়। আর ইন শা আল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমাদের টিমের ব্যালেন্স খুব ভালো আছে। এটা ভালো একটা সিরিজ হবে।’

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ বেশ শক্তিশালী দল। তবে বাংলাদেশকে আশাবাদী করছে আগের বার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিততে পেরেছে বলে।

টাইগার কাপ্তান বলছেন, ‘তারা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খুব ভালো দল। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের কন্ডিশনে খেলা, অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু শেষবার যখন গিয়েছি, ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছি, ইন শা আল্লাহ এবারও চেষ্টা করব সিরিজ জেতার।’

উল্লেখ্য, ৩ জুলাই মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। সফরে দুইটি টেস্ট ম্যাচের সাথে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

৯৭ প্রতিবেদক

Read Previous

কঠিন কন্ডিশনে টিকতে পারেনি বাংলাদেশ স্বীকার করছেন সাকিব

Read Next

সিসিডিএমের ‘অ্যাওয়ার্ড নাইটে’ বুঝিয়ে দেওয়া হবে ১০ বছরের ৮০ ট্রফি

Total
26
Share