কঠিন কন্ডিশনে টিকতে পারেনি বাংলাদেশ স্বীকার করছেন সাকিব

৪ বছর আগের লজ্জা নয়, অ্যান্টিগাতে এবার ভিন্ন কিছু দেখছেন সাকিব
Vinkmag ad

টেস্টে বাংলাদেশের খারাপ সময় যেন কাটছেই না। বিশেষ করে ব্যাটারদের টানা ব্যর্থতায় দলগত ফলেও প্রভাব পড়ছে। কন্ডিশন ভিন্নতায় কখনো পেস তো কখনো স্পিনে খাবি খেতে হচ্ছে। অধিনায়ক সাকিব আল হাসান বলছেন পেস কিংবা স্পিন নয়, বাংলাদেশের দুর্বলতা চ্যালেঞ্জের মুখে টিকতে না পারা।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ পড়েছে বড় লজ্জায়। দুই টেস্টেই হেরেছে বড় ব্যবধানে। আছে ৫৩ ও ৮০ রানে অলআউট হওয়ার মতো নজিরও। যেখানে প্রোটিয়া পেসার নয় দুই স্পিনার কেশব মহারাজ ও সাইমন হার্মার টাইগার ব্যাটারদের নাজেহাল করে।

এদিকে ঘরে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আবার উল্টো চিত্র। লঙ্কান দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো স্বাগতিক ব্যাটারদের নিয়েছেন কঠিন পরীক্ষা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় প্রথম টেস্টেও পেসার কেমার রোচ, আলঝারি জোসেফ, জাইডেন সিলস, কাইল মায়ের্সদের সামনে করতে হয়েছে অসহায় আত্মসমর্পন।

একদিকে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে স্পিন খেলতে না পারা অন্যদিকে সর্বশেষ তিন টেস্টে পেসারদের সামনে টিকতে না পারা। অধিনায়ক সাকিবের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশ কি তবে পেসারদের বিপক্ষেই দুর্বল?

আজ (২৪ জুন) সেন্ট লুসিয়ায় শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে গতকাল (২৩ জুন) সংবাদ সম্মেলনে টাইগার দলপতি বলেন, ‘শেষ তিন টেস্ট দেখলে এটা (পেসারদের বিপক্ষে দুর্বল) বলতে পারেন। এর আগের দুই টেস্ট দেখলে বলবেন স্পিন। কঠিন কন্ডিশনে আমরা কখনও ওভাবে টিকতে পারিনি। আমাদের জন্য আরেকটা সুযোগ ও চ্যালেঞ্জ এখান কীভাবে ওভারকাম করতে পারি।’

অ্যান্টিগা টেস্টে ৭ উইকেটে হারা বাংলাদেশ সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে। সাকিব মনে করেন উইকেট বেশ ব্যাটিং সহায়ক হতে পারে। যদিও আগে ব্যাট করলে প্রথম দিনের শুরুর সময়টা হবে চ্যালেঞ্জিং।

তার ভাষ্য, ‘আমার কাছে মনে হয় অন্তত প্রথম দিন অ্যান্টিগা থেকে ভালো উইকেট হবে ব্যাটিংয়ের জন্য। একটু পেস ও বাউন্স থাকবে হয়তো। ওরকম সাইড ওয়াইজ খুব বেশি মুভমেন্ট থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু না খেলা পর্যন্ত কোনোটাই বলা সম্ভব না পিচ কেমন হবে। খেলা শুরুর ১৫-২০ মিনিট আধাঘণ্টা পর পুরো বুঝতে পারবো।’

৯৭ প্রতিবেদক

Read Previous

সাকিবের অধিনায়কত্বে আগেরদিনই একাদশ জানতে পারছে ক্রিকেটাররা

Read Next

টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকলেন মিরাজ, দারুণ খুশি অধিনায়ক রিয়াদ

Total
1
Share