সাইফউদ্দিনের বোলিং ফিটনেস নিয়ে বিসিবি অসন্তোষ

কেউ যোগাযোগ করেনি, তবু বাস্তবতা মেনে নিচ্ছেন সাইফউদ্দিন
Vinkmag ad

ফিটনেস ইস্যুতে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাইফউদ্দিন। পিঠের চোট থেকে সেরে ওঠলেও নিজের সেরা বোলিং ফিটনেস এখনও অর্জন করতে পারেননি। আর তাতেই তাঁর যাওয়া হচ্ছে না উইন্ডিজ সফরে।

২৫ বছর বয়সী সাইফউদ্দিন এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ২৯টি ওয়ানডে খেলে ৪১ উইকেট এবং ২৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে মোট ৩১টি উইকেট দখলে নিয়েছেন।

বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডাঃ দেবাশিস চৌধুরী বলেছেন,

‘যদিও সাইফউদ্দিন অনুশীলন করেছেন, কিন্তু আমরা মনে করি যে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তাঁর বোলিং ফিটনেস সেরা স্তরে পৌঁছেনি। সে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করবে, পুনর্বাসন চালিয়ে যাবে এবং তাঁর ফিটনেস নিয়ে কাজ করবে।’

৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। আগামীকাল (২৪ জুন) ওয়েস্ট ইন্ডিজের বিমানেও ওঠার কথা ছিল। পরিপূর্ণ ফিটনেস ফিরে না পাওয়ার ফলে এ দফায়ও মিস করছেন বিদেশ সফর। অপেক্ষা বাড়ছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন পিঠে চোট পেয়ে দেশে ফেরেন। এরপর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) দিয়ে মাঠে ফেরেন। ব্যাটে-বলে পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার রাস্তাটাও মসৃণ করছিলেন।

তারই ধারাবাহিকতায় ফিটনেস টেস্টে উতরে ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে। শুধু সংক্ষিপ্ত ফরম্যাট খেলবেন এমন ক্রিকেটাররা দেশ ছাড়বেন আগামীকাল সকালে।

৯৭ প্রতিবেদক

Read Previous

দারুণ কীর্তির সামনে দাঁড়িয়ে রোচের ‘মিশন ৩০০’

Read Next

চূড়ান্ত হয়েছে এইচপির বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চারদিনের ম্যাচের সূচি

Total
9
Share