ডাচদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশকে টপকাল ইংল্যান্ড

ডাচদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশকে টপকাল ইংল্যান্ড
Vinkmag ad

দাপটের সাথে ৩য় ওয়ানডে জিতে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। জেসন রয়ের সেঞ্চুরি ও ভারপ্রাপ্ত অধিনায়ক জস বাটলারের মারকুটে ব্যাটিংয়ে ৮ উইকেটে জয় পায় তারা।

২৪৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে ফিল সল্ট ও রয়ের মধ্যকার উদ্বোধনী জুটিতে আসে ৮৫ রান। সল্ট ১ রানের হাফ সেঞ্চুরি বঞ্চিত হন। ৩ বলের ব্যবধানে সল্ট ও তিনে নামা ডেভিড মালানকে (০) হারায় ইংলিশরা।

তবে এরপর আর জয় পেতে তাদের ভাবতে হয়নি। রয় ও বাটলারের মধ্যকার ১৬৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩০.১ ওভারে জয় পেয়ে যায় তারা।

রয় ৮৬ বলে ১৫ চারে ১০১ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হন। আর সিরিজ সেরার পুরস্কার পাওয়া বাটলার ৬৪ বলে ৭ চার ও ৫ ছয়ে ৮৬ রানে অপরাজিত থাকেন।

ডাচদের পক্ষে ২টি উইকেটই পান পল ভ্যান মিকেরেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৩ হাফ সেঞ্চুরি সত্ত্বেও ২৪৪ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। সর্বোচ্চ ৬৪ রান অধিনায়ক স্কট এডওয়ার্ডসের। বাস ডি লিডে ৫৬ ও ম্যাক্স ও’ডাওড ৫০ রান করেন।

ডেভিড উইলি ৪টি ও ব্রাইডন কার্স ২টি উইকেট নেন।

এই জয়ে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগে বাংলাদেশকে টপকে শীর্ষে এখন ইংল্যান্ড, ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট ইংলিশদের। সমান সংখ্যক ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১২০।

সংক্ষিপ্ত স্কোরঃ

নেদারল্যান্ডসঃ ২৪৪/১০ (৪৯.২), ও’ডাওড ৫০, বিক্রমজিৎ ৬, কুপার ৩৩, ডি লিডে ৫৬, এডওয়ার্ডস ৬৪, নিদামানুরু ৪, ভ্যান বিক ০, প্রিঙ্গেল ৬, আরিয়ান ০, ক্লাসেন ৩*, মিকেরেন ২; উইলি ৮.২-০-৩৬-৪, পেইন ৯-১-৩৮-১, কার্স ৮-০-৪৯-২, লিভিংস্টোন ৮-০-৪০-১, আদিল ১০-০-৪১-১

ইংল্যান্ডঃ ২৪৮/২ (৩০.১), সল্ট ৪৯, রয় ১০১*, মালান ০, বাটলার ৮৬*; মিকেরেন ৭-০-৫৯-২

ফলাফলঃ ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী, ৩-০ ব্যবধানে সিরিজ জয়ী 

ম্যাচ সেরাঃ জেসন রয় (ইংল্যান্ড)

সিরিজ সেরাঃ জস বাটলার (ইংল্যান্ড)।

৯৭ ডেস্ক

Read Previous

আসছে নতুন টুর্নামেন্ট ‘দ্য সিক্সটি’, আপনার যা জানা প্রয়োজন

Read Next

দারুণ কীর্তির সামনে দাঁড়িয়ে রোচের ‘মিশন ৩০০’

Total
6
Share