

দ্য সিক্সটি নামে ৬০ বলের নতুন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। শুরুর সংস্করণটি ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ান্ডার পার্কে অনুষ্ঠিত হবে। পুরুষ ও নারী উভয় বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
আয়োজকদের নিয়মানুযায়ী, ৬ উইকেট পড়ার পর ব্যাটিং দলকে অলআউট ঘোষণা করা হবে। ২ ওভারে পাওয়ারপ্লেতে বিধি অনুসারে ফিল্ডিং করতে হবে। তবে চাইলে আরো একটি ওভার পাওয়ারপ্লে হবে, যদি ১ম ১২ বলে ২টি ছক্কা আসে। অতিরিক্ত পাওয়ারপ্লের ওভার ৩ থেকে ৯ ওভারের মধ্যে নেওয়া যাবে।
60 balls, 6 men’s teams, 3 women’s teams, radical new rules. Join us as we see the CPL teams compete in @6ixtycricket #CricketsPowerGame #6ixtyCricket #CPL22 https://t.co/i8TGhUFafz
— CPL T20 (@CPL) June 22, 2022
বোলিং দল একপ্রান্তে ৩০ বল করার পর অপর প্রান্তে বাকি ৩০ বল করবে। কোন বোলার ২ ওভারের বেশি বল করতে পারবে না। খেলার ধারা ধরে রাখার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ না করলে বোলিং দলকে শাস্তি পেতে হবে। শেষ ৬ বলে বোলিং দলের ১ জন ফিল্ডার মাঠের বাইরে চলে যাবে।
ভক্তরাও এ টুর্নামেন্টের অংশ হতে পারবে এবং ‘মিস্টেরি ফ্রি হিট’-এর সময় অনুযায়ী তারা ভোট দিতে পারবে।
‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও সিপিএলের যোগসূত্র অনুযায়ী দ্য সিক্সটি টুর্নামেন্টের প্রবর্তন হতে যাচ্ছে। এ নতুন সংস্করণ নিয়ে আমি অনেক উৎসাহী। দল ও ফ্যানরাও এক্ষেত্রে ভীষণ আনন্দ পাবে,’ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট বলেন।
সিপিএলের প্রধান নির্বাহী পিট রাসেল জানান, ‘এ দুর্দান্ত টুর্নামেন্টে বিশ্বের সেরা পুরুষ ও নারী ক্রিকেটাররা অংশ নিবে। ক্যারিবিয়ান অঞ্চলে নতুন বৈচিত্র্য আনবে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের সকল ভক্তের জন্য এটি অসাধারণ মুহুর্তে পরিণত হবে।’