মাইনর লিগ ক্রিকেটের ২য় আসর শুরু হচ্ছে ২৫ জুন

মাইনর লিগ ক্রিকেটের ২য় আসর শুরু হচ্ছে ২৫ জুন
Vinkmag ad

আমেরিকান ক্রিকেটের সবচেয়ে বড় টি-টোয়েন্টি প্রতিযোগিতা মাইনর লিগ ক্রিকেট ২৫ জুন থেকে মাঠে গড়াবে। প্রথম আসরের তুলনায় এবার প্রাইজ মানি বেড়েছে ৪০ শতাংশ। টুর্নামেন্টের মোট ১৯৭ ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকার ২০টি শহরে।

মাইনর লিগ ক্রিকেট ২০২২ মৌসুমের জন্য চ্যাম্পিয়নশিপের পুরস্কারের অর্থ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। চ্যাম্পিয়নশিপ বিজয়ী দল মোট প্রাইজ মানির ৩৫০০০০ মার্কিন ডলার থেকে ১৫০০০০ মার্কিন ডলারের প্রথম পুরস্কার সংগ্রহ করবে।

মাইনর লিগ ক্রিকেট (এমআইএলসি) চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় মৌসুম আগামী ২৫ জুন থেকে শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট। ২০টি শহরে ২৬ দলের প্রতিনিধিত্বকারী সেমি-প্রফেশনাল টুর্নামেন্টে ৪০০ এর বেশি খেলোয়াড় অংশ নেবে।

উইলো টিভি, ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হবে মাইনর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম।

আসন্ন ২০২২ মৌসুমের জন্য ২৬ দলের স্কোয়াড ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। প্রতিটি দলে মার্কি প্লেয়ার, দেশীয় খেলোয়াড় এবং প্রয়োজনীয় সংখ্যক অনূর্ধ্ব-২১ এবং অনূর্ধ্ব-১৯ খেলোয়াড় রয়েছে।

এই টুর্নামেন্টের প্রাথমিক লক্ষ্য হল আমেরিকার সেরা ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে তাঁদের দক্ষতা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্মে সুযোগ দেওয়া এবং ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলা।

২০২১ সালে এমআইএলসি এর উদ্বোধনী মৌসুম সিলিকন ভ্যালি স্ট্রাইকার্স জিতেছিল। চার্চ স্ট্রিট পার্কে উত্তর ক্যারোলিনার মরিসভিলে অনুষ্ঠিত ফাইনালে উন্মুখ চাদের নেতৃত্বে নিউ জার্সি স্ট্যালিয়নদের পরাজিত করে।

৯৭ ডেস্ক

Read Previous

ইয়াসিরকে ফিরিয়ে পাকিস্তানের শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা

Read Next

ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের

Total
14
Share