

প্রবল সাড়া জাগিয়ে জাতীয় দলে এসে কিছুটা বেখেয়ালি মানসিকতা আর চোটে জর্জরিত হয়ে হারিয়ে যেতে বসেছিলেন তাসকিন আহমেদ। কিন্তু নিজেকে হারতে দেননি। ফিরে এসে রাজত্ব করছেন, খেলছেন তিন ফরম্যাটেই। ফিটনেস ও মানসিকতা বদলে উদাহরণ হয়েছেন অন্যদের জন্যও। পেসারদের জন্য সমানতালে তিন ফরম্যাটে খেলায় ঝুঁকি থাকলেও এখনই ফরম্যাট বেছে খেলতে চান না তাসকিন।
দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে চোটে পড়ে দেশে ফেরেন। মিস করেছেন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও। ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলেও নেই।
তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ জুন সকালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে রওয়ানা দিবেন ডানহাতি এই পেসার।
চোট পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে জিম সেশনে অংশ নিয়ে দিন কয়েক আগে আব্র ব্যথা অনুভব করেন। আর তাতে খানিক শঙ্কাও জাগে। তবে গত দুইদিন পুরোদমে নেটে বোলিং অনুশীলন করে নিজেকে প্রস্তুত প্রমাণ করেছেন এই পেসার।
আজ (২২ জুন) মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের বলেন, ‘কয়েকদিন আগে জিম করতে গিয়ে ব্যথা পেয়েছিলাম এখন আল্লাহর রহমতে ঠিক আছি। গত দুইদিন বোলিং করলাম আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি এখন।’
‘গতকাল এবং আজ শতভাগ দিয়েই বোলিং করার চেষ্টা করেছি এবং ঠিকঠাক ছিল। সব ধরণের বলই চেষ্টা করেছি এবং এখানে আমাদের নির্বাচকরা, ডাক্তার সবাই ছিলেন। তারাও সন্তুষ্ট আমিও সন্তুষ্ট। সমস্যা হয়নি, এখন সামনে বাকি সব আল্লাহর ইচ্ছে।’
নিয়মিত চোটে পড়া তাসকিন ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট করতে ফরম্যাট বেছে খেলতেন চান কীনা এমন প্রশ্নও করা হয়।
জবাবে তিনি বলেন, ‘আমি সব ফরম্যাট খেলতে চাই, ভাই…সব ফরম্যাট। যদি কখনও দেখি পারছি না, তখন বলব। কিন্তু এখন আসলে মনে হয় না। এখন আসলে ফিট হয়ে ভালোমত খেলার সঠিক সময়। আমার স্বপ্ন আসলে বিশ্ব মানের হওয়া। এখনও আসলে ঐ সময় আসে নাই যে আমার বিশ্রাম প্রয়োজন। যদি কখনও মনে হয় ম্যানেজ করতে পারছি না তখন… কিন্তু এখনও ঐ সময় হয় নাই৷’