

৩য় দফা নেতৃত্ব পাবার পর ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা টেস্টেই সাদা পোশাকের ওপর সবুজ ব্লেজার চাপিয়ে টস করতে নেমেছিলেন সাকিব আল হাসান। দল বাজেভাবে হারলেও নিজে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। যার ফল এসেছে হাতেনাতে, উন্নতি হয়েছে র্যাংকিংয়ে।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১০৩ রানে, যেখানে সাকিবের রানই ৫১। ৬৭ বলে ৬ চার ও ১ ছয়ে ৫১ রান করেন তিনি।
উইন্ডিজদের ১ম ইনিংসে ২৬৫ রানে অলআউট করার পথে ৩৩ রান করা এনক্রুমাহ বোনারকে বোল্ড করেন সাকিব।
ব্যাট হাতে দলের পক্ষে রান করেন ২য় ইনিংসেও। ৯৯ বলে ৬ চারে ৬৩ রান করে সাকিব দলের ইনিংস হারের মুখ থেকে রক্ষা করে আনেন।
এই অলরাউন্ড পারফরম্যান্সে সাকিবের রেটিং পয়েন্ট বেড়েছে ১৯। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট অলরাউন্ডারের তালিকায় সাকিব আল হাসানের অবস্থান এখন ২ নম্বরে। শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজা সাকিবের চেয়ে এগিয়ে ৩৯ রেটিং পয়েন্টে।
Latest ICC test rankings (test allrounders)
1. @imjadeja -385
2. @Sah75official – 346
3. @ashwinravi99 -341
4. @Jaseholder98 – 329
5. @benstokes38 – 307#ICCRankings #Rankings #cricket #CricketTwitter— Shihab Ahsan Khan (@shihabahsankhan) June 22, 2022
২০১১ সালের ডিসেম্বরে প্রথমবার টেস্ট অলরাউন্ডারের র্যাংকিংয়ে ১ নম্বরে উঠেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে এই অবস্থানের আশেপাশেই নিজেকে ধরে রেখেছেন সাকিব।
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ৫ অলরাউন্ডার (টেস্ট)-
১. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৮৫
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩৪৬
৩. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৩৪১
৪. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৩২৯
৫. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৩০৭।
Huge gains for Roach, Shakib in @MRFWorldwide ICC Men’s Test Player Rankings https://t.co/nEFZMvXx1O via @ICC
— ICC Media (@ICCMediaComms) June 22, 2022