

চারিথ আসালঙ্কার ১ম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। টানটান উত্তেজনাপূর্ণ ৪র্থ ওয়ানডেতে তারা জয় পেয়েছে ৪ রানে। সেঞ্চুরি বঞ্চিত হওয়ার পাশাপাশি দলের হারে আক্ষেপ বেড়েছে ডেভিড ওয়ার্নারের।
টসে হেরেও আগে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কা আসালঙ্কার সেঞ্চুরি সত্ত্বেও ১ ওভার বাকি থাকতে ২৫৮ রানে অলআউট হয়ে যায়। ১০৬ বলে ১০ চার ও ১ ছয়ে ১১০ রান করেন আসালঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে আসে ৬০ রান।
অজিদের পক্ষে ম্যাথু কুহনেম্যান, প্যাট কামিন্স ও মিচেল মার্শ ২টি করে উইকেট পান।
লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ খেলতে থাকা ওয়ার্নার নার্ভাস নাইন্টি নাইনের শিকার হন। এরপর প্যাট কামিন্সের ৩৫ ছাড়া আর কেউ বলার মত রান করেনি অজিদের। ২৫৪ রানে ইনিংসের শেষ বলে অলআউট হয় অজিরা।
লঙ্কানদের পক্ষে চামিকা করুণারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা ও জেফরি ভ্যান্ডারসে ২টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন চারিথ আসালঙ্কা।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কাঃ ২৫৮/১০ (৪৯), ডিকওয়েলা ১, নিশাঙ্কা ১৩, কুশল ১৪, ধনঞ্জয়া ৬০, আসালঙ্কা ১১০, শানাকা ৪, ওয়েলেলাগে ১৯, করুণারত্নে ৭, হাসারাঙ্গা ২১*, ভ্যান্ডারসে ০, থিকশানা ০; ম্যাক্সওয়েল ৮-০-৪৯-১, কুহনেম্যান ৮-০-৫৬-২, কামিন্স ৯-১-৩৭-২, মার্শ ৭-১-২৯-২
অস্ট্রেলিয়াঃ ২৫৪/১০ (৫০), ওয়ার্নার ৯৯, ফিঞ্চ ০, মার্শ ২৬, লাবুশেইন ১৪, ক্যারি ১৯, হেড ২৭, ম্যাক্সওয়েল ১, গ্রিন ১৩, কামিন্স ৩৫, কুহনেম্যান ১৫, হ্যাজেলউড ০*; করুণারত্নে ৫-১-১৯-২, থিকশানা ১০-১-৪০-১, হাসারাঙ্গা ১০-০-৫২-১, ওয়েলেলাগে ৫-০-২৯-১, ধনঞ্জয়া ১০-০-৩৯-২, ভ্যান্ডারসে ৭-০-৪০-২, শানাকা ২-০-২৭-১
ফলাফলঃ শ্রীলঙ্কা ৪ রানে জয়ী
ম্যাচ সেরাঃ চারিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা)।