ক্রিকেটারদের মিডিয়া এড়িয়ে যাওয়ার পরামর্শ দিলেন আকরাম

ক্রিকেটের চাইতে ক্রিকেটের বাইরের ব্যাপারে চিন্তিত বাংলাদেশ বলছেন আকরাম
Vinkmag ad

বিশ্ব ক্রিকেটে বড় দলগুলো নানা সময়ে তাদের ক্রিকেটারদের মিডিয়া থেকে দূরে রাখে। মূলত পূর্ণ মনযোগ যেন ক্রিকেটেই থাকে সে লক্ষ্যে। আবার অনেক তারকা ক্রিকেটার নিজে থেকেই এসব এড়িয়ে যান। সংবাদ মাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চোখ বুলান না। বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্যও এমন পরামর্শ সাবেক অধিনায়ক আকরাম খানের। ভারতকে দেখিয়েছেন উদাহরণ হিসেবে।

টেস্ট ক্রিকেটে সময়টা কোনভাবেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ সফরটাও শুরু হয়েছে অ্যান্টিগা টেস্টে হার দিয়ে। এই টেস্ট সহ সাম্প্রতিক সময়ে ব্যাটারদের পারফরম্যান্স হতাশার, যেখানে বোলিং বিভাগ করছেন দারুণ।

এই খারাপ সময় থেকে বের হওয়ার উপায় কি? জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান বলছন উপায় একটাই, কোনোভাবে মানসিক চাপ নেওয়া যাবে না। আর সে জন্যই সংবাদ মাধ্যম এড়িয়ে যাওয়ার পরামর্শ তার।

আজ (২১ জুন) মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘একটাই (উপায়)। মানসিক স্বাচ্ছন্দতা বাড়াতে হবে। যদি বেশি চাপ নিয়ে নেয় তাহলে সম্ভব না। আমাকে রান করতেই হবে এ জিনিসটা হলে হবে না। আর খেলোয়াড়দের মিডিয়াকে এড়িয়ে যেতে হবে। এ জিনিসটা করলে ভালো হয়।’

‘আপনারা দেখেছেন ভারত যখন চ্যাম্পিয়ন হয় তার আগে এক বছরের মতো কোন ক্রিকেটারকেই মিডিয়ার সঙ্গে কথা বলতে দেয়নি। কারণ মিডিয়া ভালো করলে ভালো, আর যদি খারাপ করে তাহলে মিডিয়ার নিউজগুলো পড়লে মানসিক চাপটা বেড়ে যায়। তো ক্রিকেটারদেরকে মিডিয়া থেকে একটু দূরে থাকতে হবে।’

অ্যান্টিগা টেস্টে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাটিংই মূলত ভুগিয়েছে টাইগারদের। প্রথম ইনিংসে তো অলআউট হতে হয় ১০৩ রানেই। ব্যাটারদের ব্যর্থতার মিছিলে সফল বোলাররা। আকরাম বলছেন শুধু বোলাররা ভালো করলে হবে না, ব্যাটারদের লম্বা ইনিংস খেলা গুরুত্বপূর্ণ।

তার ভাষ্য, ‘শুধু বোলিং না দল হিসেবে ভালো করতে হবে। ব্যাটসম্যানরা লম্বা ইনিংস খেলাটা খুব গুরুত্বপূর্ণ। একজন যদি ১৫০ করে তাহলে বাকিদের দিয়ে ৩০০ সম্ভব। লম্বা ইনিংস না খেললে পারফরম্যান্স সম্ভব না।’

‘টেস্টে যে রকম আশা করেছিলাম সেরকম কিন্তু হচ্ছে না। কারণ আমাদের একসঙ্গে কয়েকটা ব্যাটসম্যান ফর্মে নেই। ছোট ফরম্যাটে যেমন হয় আপনি এক-দুটা ওভার ভাল করেও রিকোভারি করা যায়। কিন্তু টেস্টে এরকম না একসঙ্গে দল হয়ে ভালো করতে হয় মানে ১১ জনকেই ভাল খেলতে হয়। তো এখানে আমরা শুরুতেই অন্যদের দেয়া চাপে পড়ে যাচ্ছি। এ ধরনের হলে কিন্তু আমাদের পারফরম্যান্স ভালো হবে না।’

২৪ জুন সেন্ট লুসিয়ায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। অনুজদের জন্য আকরামের পরামর্শ শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হতে হবে, আধিপত্য বিস্তার করে খেলতে হবে।

তিনি যোগ করেন, ‘আমরা গত কিছু টেস্টে খারাপ করছি। আশা করছি পরের ম্যাচ থেকে যেন ব্যাপারটা বদল হয়। দ্বিতীয় ম্যাচে শুরু থেকে আমাদের ডমিনেট করতে হবে। ওরা (উইন্ডিজ) যদি আমাদের ডমিনেট করে ফেলে তাহলে আবারও একই ফল হবে। কারণ যেহেতু আমরা মানসিক ভাবে এখন একটু ডাউন আছি তাই কামব্যাক করা খুব গুরুত্বপূর্ণ।’

৯৭ প্রতিবেদক

Read Previous

মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ মিতু’র ট্রেইলার প্রকাশ

Read Next

টিভিতে দেখা যাবে উইন্ডিজ সফরের বাকি ম্যাচগুলো

Total
1
Share