

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে অনেকেই একবাক্যে সর্বকালের সেরা বাঁহাতি পেসার বলে স্বীকৃতি দেন। সুলতান অব সুইং বলে খ্যাত ওয়াসিম আকরাম আবারও আলোচনায় বোলিং দিয়েই।
শেন ওয়ার্নের স্মৃতির জন্য আয়োজিত এক চ্যারিটি ম্যাচে দারুণ এক ডেলিভারিতে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটনকে বোল্ড করে নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতি ফিরিয়ে আনেন ওয়াসিম।
স্ট্রাইকে ছিলেন মাইকেল আথারটন, নন স্ট্রাইকে উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা। ছোট রান আপ নিয়ে ওয়াসিম করেন পিচ পারফেক্ট ইয়র্কার, বোল্ড হন আথারটন।
আথারটনকে ফিরিয়ে উদযাপনে মাতেন ওয়াসিম, যেখানে যোগ দেন সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও ভাইরাল হয়।
যেই ভিডিওর পোস্টে প্রতিক্রিয়া জানান খোদ ওয়াসিম আকরামই। তিনি লেখেন, ‘সরি আথারটন, আমরা হয়তো বুড়ো হয়ে গেছি, তবে কিছু জিনিস কখনোই বদলায় না।’
Sorry @Athersmike we might get older but some things will stay the same ????! https://t.co/k2SnvKGvX5
— Wasim Akram (@wasimakramlive) June 19, 2022
কিছুদিন আগে না ফেরার দেশে পাড়ি জমানো শেন ওয়ার্নের স্মৃতিতে এই চ্যারিটি ম্যাচ আয়োজিত হয়।
ম্যাচে খেলেন সব কিংবদন্তিরা- ওয়াসিম আকরাম, ব্রায়ান লারা, সাবেক ইংল্যান্ড নারী দল অধিনায়ক শার্লোট এডওয়ার্ডস, ইয়ান বেল, মন্টি পানেসার, মাইকেল আথারটন, নেইল জনসন, ধারাভাষ্যকার মার্ক নিকোলাস, রাজস্থান রয়্যালসের কো ওনার মনোজ বাদালে। আম্পায়ার হিসাবে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুইবারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ক্লাইভ লয়েড।