

কোন ব্যাটারই আউট হতে পছন্দ করেন না। তবে বোলার যদি থাকে নিজের সন্তান, তবে বোল্ড হয়েও আক্ষেপ থাকার কথা না। পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের ক্ষেত্রে ঘটেছে এমন ঘটনা। ৫ বছরের ছেলে আব্দুল্লাহর বলে বোল্ড হন সরফরাজ, যা নেট দুনিয়ায় রীতিমত ভাইরাল।
স্ট্রিট ক্রিকেট খেলার সময় দারুণ এক ইয়র্কারে বাবা সরফরাজ আহমেদকে বোল্ড করেন আব্দুল্লাহ। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দ্রুতই।
Shabash Beta Abba ki he wicket he ura di 👏👏🔥 @SarfarazA_54 pic.twitter.com/rpvdxcNUVv
— Thakur (@hassam_sajjad) June 20, 2022
এবারই প্রথম নয়, সোশ্যাল মিডিয়ায় এর আগেও আব্দুল্লাহর বোলিং এর ভিডিও ভাইরাল হয়েছিল। সেবার আউট সুইং ডেলিভারিতে পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলিকে আউট করেছিলেন।
যদিও সরফরাজ আহমেদের চাওয়া তার ছেলে ক্যারিয়ার হিসাবে ক্রিকেটকে বেছে না নিক।
পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সরফরাজ আহমেদ বলেছিলেন, ‘আব্দুল্লাহ ক্রিকেট খেলার ব্যাপারে খুবই আগ্রহী। তবে আমি চাইনা সে ক্রিকেটার হোক।’
‘আসলে ক্রিকেটার হয়ে আমি অনেক কিছুর মুখোমুখি হয়েছি। আমি চাইনা আব্দুল্লাহও সেটার মধ্য দিয়ে যাক। এটা মানুষের ধর্ম, ক্রিকেটার হিসাবে আমি চাইব আমার ভাই বা ছেলে সরাসরি সুযোগ পাক, না পেলে খারাপ লাগে।’