

৩০ বছর বয়সী মাইকেল রিপ্পনের জীবন বেশ বর্ণিল। জন্ম দক্ষিণ আফ্রিকার কেপটাউনে, ডাচ পাসপোর্ট থাকার কারণে সুযোগ পান ইংলিশ কাউন্টিতে খেলার। ২০১৩ সালে নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় বাঁহাতি এই রিস্ট স্পিনারের।
এখন অব্দি ৯ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ৯ ওয়ানডের শেষ ৩ টি খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার সেই নিউজল্যান্ডের পক্ষেই খেলার সুযোগ মিলেছে তার।
জুলাইয়ে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরে যাবে নিউজিল্যান্ড। আগস্টে যাবে নেদারল্যান্ডসে। এই দুই সফরের জন্য সীমিত ওভারের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। যেখানে কিউইদের স্কোয়াডে প্রথমবারের মত জায়গা পেয়েছেন রিপ্পন।
নিউজিল্যান্ড ক্রিকেটের সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে মাইকেল রিপ্পন প্রথম কোন বাঁহাতি রিস্ট স্পিনার যিনি কিনা নিউজিল্যান্ড দলে সুযোগ পেয়েছেন।

আইসিসির নিয়ম অনুসারে কোন ক্রিকেটার অ্যাফিলিয়েট বা অ্যাসোসিয়েট দেশের হয়ে খেললেও পুর্ণ সদস্য দেশের হয়ে খেলতে পারবেন। তবে পুর্ণ সদস্য দেশের হয়ে কোন ম্যাচে টিম শিটে নাম থাকলেই আর ৩ বছরের মধ্যে তিনি অ্যাফিলিয়েট বা অ্যাসোসিয়েট দলের পক্ষে খেলতে পারবেন না।
১০ জুলাই থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। ২৭ জুলাই থেকে শুরু হবে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ। যেখানে আছে ২ টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে।
৪ ও ৫ আগস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা।
টম ল্যাথাম আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিবেন। এরপর তিনি, হেনরি নিকোলস, ম্যাট হেনরি, উইল ইয়াং ও জ্যাকব ডুফি দেশে ফিরে যাবেন। তখন দলকে নেতৃত্ব দিবেন মিচেল স্যান্টনার।
কেন উইলিয়ামসনের কাজিন ডেন ক্লেভার আনক্যাপড ক্রিকেটার হিসাবে আছেন দুই টি-টোয়েন্টি দলেই।
আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড-
টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেন ক্লেভার (উইকেটরক্ষক), জ্যাকব ডুফি, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল স্যান্টনার, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
**টম ল্যাথাম, জ্যাকব ডুফি, ম্যাট হেনরি, হেনরি নিকোলস ও উইল ইয়াং ওয়ানডে সিরিজ খেলে ফিরে যাবে।
আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে স্কোয়াড-
মাইকেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লেভার (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মাইকেল রিপ্পন, বিন সেয়ার্স, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।
**মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মাইকেল রিপ্পন, বিন সিয়ার্স আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর যোগ দিবেন।