

তরুণ প্রতিভা খুঁজে বের করার জন্য, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির নতুন প্রজেক্ট ‘জালমি ট্যালেন্ট হান্ট’। চলতি মাসেই ইংল্যান্ডে বসবে এই ট্রায়াল হান্ট। এর জন্য অভিজ্ঞ এক কোচিং প্যানেলের নাম ঘোষণা করেছে পেশোয়ার জালমি।
ইউকে’তে বসতে যাওয়া ট্যালেন্ট হান্টের জন্য অভিজ্ঞ কোচিং প্যানেলের একটি তালিকা প্রকাশ করেছে পেশোয়ার জালমি ফ্র্যাঞ্জাইজি। তরুণ ক্রিকেটারদের দায়িত্বে থাকবেন, মোহাম্মদ আকরাম, ইনজামাম উল হক, হাশিম আমলা, জেমস ফস্টার এবং ওয়াহাব রিয়াজ।
Here is Our Coaching Panel for @HaierPakistan Presents Zalmi Talent Hunt UK ????
Interested players can register using the attached form????https://t.co/MMNQtWuT9E
Last Date to Register: 25th June, 2022#HaierZalmiTalentHuntUK #YellowStorm pic.twitter.com/y7dP9VGWEo
— Peshawar Zalmi (@PeshawarZalmi) June 20, 2022
ইংল্যান্ডে আগামী ২৮ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘জালমি ট্যালেন্ট হান্ট ইউকে’। নিউক্যাসেল, গ্লাসগো, লুটন, ব্রিস্টল, লন্ডন, লেস্টার এবং বার্মিংহামের মাঠে প্রায় একমাসব্যাপী চলবে ট্যালেন্টদের ট্রায়াল।
জালমি পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি, দেশের বাইরেও তাঁদের একটি বিশাল সমর্থন গোষ্ঠী রয়েছে। ইংল্যান্ডে থাকা পাকিস্তানি কিংবা সেখানকার তরুণদের জন্য উন্মুক্ত ক্রিকেট ট্রায়াল পরিচালনা করতে যাচ্ছে পেশোয়ার জালমি। যার মাধ্যমে ফ্র্যাঞ্জাইজিটি কিছু তরুণ প্রতিভাবান খেলোয়াড় বের করে নিয়ে আসবে।
আগামী ২৫শে জুন পর্যন্ত ট্যালেন্ট হান্টের জন্য রেজিস্টার হতে পারবে তরুণ ক্রিকেটাররা।