টেস্ট দলের সাথে যোগ দিয়ে যা বললেন বিজয়

টেস্ট স্কোয়াডেও জায়গা পেলেন বিজয়
Vinkmag ad

ওয়েস্ট ইন্ডিজ সফরে দীর্ঘদিন বাদে বাংলাদেশ দলের স্কোয়াডে ফিরেছিলেন টাইগার ওপেনার এনামুল হক বিজয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও ছিলেন না টেস্ট স্কোয়াডে। তবে ইয়াসির আলি চৌধুরী রাব্বির ইনজুরিতে টেস্ট স্কোয়াডেও ঢুকে গেলেন বিজয়। দ্বিতীয় টেস্ট সামনে রেখে দলের সাথে যোগ দিয়ে জানালেন সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করবেন।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস ইলেভেনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে পিঠের ইনজুরিতে পড়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন রাব্বি। তার জায়গায় টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন বিজয়।

গত ১৭ জুন দেশ ছাড়া বিজয় অ্যান্টিগায় প্রথম টেস্টের চতুর্থ দিনই দলের সাথে যোগ দেন। এরপর বিসিবির এক ভিডিও বার্তায়ও কথা বলতে দেখা যায় তাকে। গত ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) রেকর্ড রান করে জাতীয় দলে ডাক পাওয়ার পর অবশ্য সংবাদ মাধ্যমে কথা বলেননি একবারও।

বিসিবির ভিডিও বার্তায় বলেন, ‘আজ (১৯ জুন) দলের সঙ্গে যোগ দিলাম। অনেক দিন পর ভালো লাগছে টেস্ট দলে এসে। সামনে আরও চার পাঁচদিন আছে দ্বিতীয় টেস্টের জন্য। চেষ্টা করব ভালো মতে প্র্যাকটিস করে দ্বিতীয় ম্যাচটা খেলার জন্য। যদি সুযোগ আসে চেষ্টা করব ভালো খেলার। অনেক দিন দলের সঙ্গে যোগ দিতে পেরে খুবই ভালো লাগছে।’

২৯ বছর বয়সী এনামুল হক বিজয় বাংলাদেশের পক্ষে ৪ টি টেস্ট খেলেছেন। ৯.১২ গড়ে যেখানে বিজয়ের রান ৭৩। ২০১৩ সালে টেস্ট অভিষেক হয়েছিল বিজয়ের, শেষ টেস্ট খেলেছেন ২০১৪ সালের সেপ্টেম্বরে।

কাকতালীয়ভাবে বিজয় শেষবার সাদা পোশাকে খেলেছিলেন এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই, ওয়েস্ট ইন্ডিজের মাঠেই।

এদিকে ২৪ জুন সেন্ট লুসিয়ায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট সামনে রেখে শেষ দলের সাথে যোগ দিচ্ছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলামও। চোটের কারণে শুরুতে টেস্ট দলে ছিলেন না এই পেসার। তবে এবার ওয়ানডে ও টি-টোয়েন্টির সাথে টেস্ট দলেও যুক্ত হলেন। আজ (২০ জুন) রাতেই তিনি দেশ ছাড়বেন।

৯৭ প্রতিবেদক

Read Previous

সহজ জয়ে সিরিজ নিশ্চিত হল ইংল্যান্ডের

Read Next

পাপনের ফোনে হুট করে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন শরিফুল

Total
1
Share