সহজ জয়ে সিরিজ নিশ্চিত হল ইংল্যান্ডের

সহজ জয়ে সিরিজ নিশ্চিত হল ইংল্যান্ডের
Vinkmag ad

সহজ জয় দিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হলো সফরকারী ইংল্যান্ডের। আমস্টেলভিনে ২য় ওয়ানডেতে ইংলিশরা জয় পেয়েছে ৬ উইকেটের ব্যবধানে।

বৃষ্টির কারণে ২ দলের জন্য ৪১ ওভার নির্ধারিত হয়। ২৩৬ রানের টার্গেটে খেলতে নেমে ইংল্যান্ডের ২ উদ্বোধনী ব্যাটসম্যান জেসন রয় ও ফিল সল্টের মধ্যকার ১৩৯ রানের জুটি দলের জয়ের মুল স্তম্ভ হয়ে দাঁড়ায়। রয় ৭৩ ও সল্ট ৭৭ রান করেন।

মাঝে দ্রুত ৪ উইকেট পড়লেও মইন আলি ও ডেভিড মালানের মধ্যে অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি হলে ২৯ বলে হাতে রেখে জয় পায় ইংল্যান্ড। মইন ৪২ ও মালান ৩৬ রানে অপরাজিত থাকেন।

ডাচদের পক্ষে আরিয়ান দত্ত ২ উইকেট পান।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৩৫ রান করে নেদারল্যান্ডস। নব্য অধিনায়ক স্কট এডওয়ার্ডস সর্বোচ্চ ৭৮ রান করেন। বাস ডি লিডে ৩৪ ও লোগান ভ্যান বিক অপরাজিত ৩০ রান করেন।

ইংলিশদের পক্ষে আদিল রশিদ ও ডেভিড উইলি ২টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন জেসন রয়।

সংক্ষিপ্ত স্কোরঃ

নেদারল্যান্ডসঃ ২৩৫/৭ (৪১), বিক্রমজিৎ ১০, ও’ডাওড ৭, কুপার ১৭, ডি লিডে ৩৪, এডওয়ার্ডস ৭৮, নিদামানুরু ২৮, ভ্যান বিক ৩০*, প্রিঙ্গেল ০, স্ন্যাটার ১৭*; উইলি ৮-০-৪৬-২, আদিল ৯-০-৫০-২, কার্স ৭-০-৩৬-১, লিভিংস্টোন ৫-০-২৮-১

ইংল্যান্ডঃ ২৩৯/৪ (৩৬.১), রয় ৭৩, সল্ট ৭৭, মালান ৩৬*, মরগান ০, লিভিংস্টোন ৪, মইন ৪২*; প্রিঙ্গেল ৮-০-৫১-১, আরিয়ান ৯-১-৫৫-২, কুপার ৪-০-২৫-১

ফলাফলঃ ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ জেসন রয় (ইংল্যান্ড)।

৯৭ ডেস্ক

Read Previous

নিসাঙ্কার সেঞ্চুরিতে এগিয়ে গেল শ্রীলঙ্কা

Read Next

টেস্ট দলের সাথে যোগ দিয়ে যা বললেন বিজয়

Total
1
Share