জয়ের আনুষ্ঠানিকতা সারতে ক্যাম্পবেল-ব্ল্যাকউডের লেগেছে ৮ ওভার

জয়ের আনুষ্ঠানিকতা সারতে ক্যাম্পবেল-ব্ল্যাকউডের লেগেছে ৮ ওভার
Vinkmag ad

জয়ের পথটা তৃতীয় দিনই তৈরি করে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে নিশ্চিত পরাজয়ের দিকে যাওয়া ম্যাচেও বাংলাদেশ উইকেট রক্ষক নুরুল হাসান সোহান সতীর্থদের অনুপ্রাণিত করতে বারবার বলছিলেন ‘এনিথিং ক্যান হ্যাপেন’। হ্যাঁ ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা কিন্তু সোহানকে ভুল প্রমাণ করতে আজ (১৯ জুন) চতুর্থ দিন প্রয়োজনীয় ৩৫ রান নিতে ৮ ওভারের বেশি লাগেনি ক্যারিবিয়ানদের।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

৮৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩ উইকেটে ৪৯ রানে তৃতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল ২৮ ও জার্মেইন ব্ল্যাকউড ১৭ রানে অপরাজিত ছিলেন।

আগেরদিন টাইগারদের সফল বোলার খালেদ আহমেদের করা আজ দিনের প্রথম বলেই ২ রান নিয়ে শুরু ব্ল্যাকউডের। কোনো প্রকার অস্বস্তি ছাড়াই জয়ের কাজটা দ্রুত শেষ করাতেই যেন তাড়া ছিল ব্ল্যাকউড-ক্যাম্পবেলের।

এবাদত হোসেনের করা দিনের দ্বিতীয় ওভারে টানা দুই চার ক্যাম্পবেলের। আর তাতেই ৯ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে আসা ব্ল্যাকউডের সাথে জুটির ফিফটি পূর্ণ হয়। এই ওভার থেকেই আসে ১০ রান।

ইনিংসের ২০তম ওভারে ক্যাম্পবেলের ব্যাটে দুই চার। নাজমুল হোসেন শান্তর করা ২২তম ওভারে ফাইন লেগ দিয়ে চার মেরে ৬৩ বলে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। ওভারের শেষ বলে ছক্কা মেরে দলের জয়ও নিশ্চিত করেন।

আজ ৮ ওভারেই খেলা শেষ করার পথে ক্যাম্পবেল অপরাজিত ছিলেন ৬৭ বলে ৯ চার ১ ছক্কায় ৫৮ রানে। তাকে সঙ্গ দেওয়া ব্ল্যাকউড অপরাজিত ছিলেন ৫৩ বলে ২ চারে ২৬ রানে। দুজনের জুটি অবিচ্ছিন্ন ৭৯ রানে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ করতে পেরেছে কেবল ১০৩ রান। অধিনায়ক সাকিব আল হাসানের ৫১ রানের সাথে তামিম ইকবালের ২৯ রানে মান বাঁচে। দলের ৬ ব্যাটারই যে ফিরেছে কোনো রান না করে।

জবাবে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের ৯৪ ও জার্মেইন ব্ল্যাকউডের ৬৩ রানে ওয়েস্ত ইন্ডিজ প্রথম ইনিংসে করে ২৬৫ রান। বাংলাদেশের হয়ে সফল বোলার মেহেদী হাসান মিরাজের শিকার ৪ উইকেট।

১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বাংলাদেশ থামে ২৪৫ রানে। এ দফায়ও ১০৯ রানে ৬ উইকেট হারানোর পর ত্রানকর্তা সাকিব, এবার অবশ্য সঙ্গী হিসেবে পান সোহানকে। ১২৩ রানের জুটিতে ইনিংস পরাজয়ের শঙ্কা কাটিয়ে ক্যারিবিয়ানদের জন্য ৮৪ রানের লক্ষ্যও দেওয়া গেছে। যেখানে সাকিব ৬৩ ও সোহান করেছেন ৬৪ রান।

লক্ষ্য তাড়ায় নেমে গতকাল শুরুতে ভালোই বিপাকে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। খালেদ আহমেদের তোপে ৯ রানেই হারিয়ে বসে ৩ উইকেট। সেখানে থেকে অবশ্য ক্যাম্পবেল-ব্ল্যাকউড দলকে প্রত্যাশিত জয়ই এনে দেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ ১ম ইনিংসে ১০৩/১০ (৩২.৫), তামিম ২৯, জয় ০, শান্ত ০, মুমিনুল ০, লিটন ১২, সাকিব ৫১, নুরুল ০, মিরাজ ২, মুস্তাফিজ ০, এবাদত ৩*, খালেদ ০; রোচ ৮-২-২১-২, সিলস ১০-২-৩৩-৩, জোসেফ ৮.৫-২-৩৩-৩, মায়ের্স ৫-২-১০০-২

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংসে ২৬৫/১০ (১১২.৫), ব্র্যাথওয়েট ৯৪, ক্যাম্পবেল ২৪, রেইফার ১১, বোনার ৩৩, ব্ল্যাকউড ৬৩, মায়ের্স ৭, জশুয়া ১, জোসেফ ০, রোচ ০, মোটি ২৩*, সিলস ১; মুস্তাফিজ ১৮-৭-৩০-১, খালেদ ২২-৪-৫৯-২, এবাদত ২৮-৮-৬৫-২, সাকিব ২১-৫-৪৮-১, মিরাজ ২২.৫-৬-৫৯-৪

বাংলাদেশ ২য় ইনিংসে ২৪৫/১০ (৯০.৫), তামিম ২২, জয় ৪২, মিরাজ ২, শান্ত ১৭, মুমিনুল ৪, লিটন ১৭, সাকিব ৬৩, নুরুল ৬৪, এবাদত ১, মুস্তাফিজ ৭, খালেদ ০*; রোচ ২৪.৫-১০-৫৩-৫, জোসেফ ১৯-৬-৫৫-৩, মায়ের্স ১৩-৩-৩০-২

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংসে ৮৮/৩ (২২), ব্র্যাথওয়েট ১, ক্যাম্পবেল ৫৮*, রেইফার ২, বোনার ০, ব্ল্যাকউড ২৬*; খালেদ ৮-০-২৭-৩

ফলাফলঃ ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরাঃ কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ)।

৯৭ প্রতিবেদক

Read Previous

লিডস টেস্ট মিস করবেন জিমি অ্যান্ডারসন

Read Next

অধিনায়কত্বের সাথে কোচিংও করাতে হলে তো সমস্যা: সাকিব

Total
6
Share