লিডস টেস্ট মিস করবেন জিমি অ্যান্ডারসন

অ্যান্ডারসনের লড়াইটা নিজের সাথেই
Vinkmag ad

জিমি অ্যান্ডারসনকে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে। সেরা একাদশের বাইরে থাকতে পারেন স্টুয়ার্ট ব্রডও। ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্ট সামনে, তাই দলের সেরা পেসারদের নিয়ে কোনপ্রকার ঝুঁকি নিতে চায় না ইসিবি।

ইংলিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জিমি অ্যান্ডারসন সম্ভবত ২৩ জুন থেকে লিডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ টেস্ট মিস করবেন কারণ তিনি ট্রেন্ট ব্রিজ টেস্টের শেষ সকালে পায়ে অস্বস্তিতে ভুগছিলেন বলে জানা গেছে।

৩৯ বছর বয়সী অ্যান্ডারসন ভারতের বিপক্ষে টেস্ট সহ সামনের গ্রীষ্মকালীন ব্যস্ততার কারণে বিশ্রামে থাকছেন। ফলে চলমান কিউই সিরিজের তৃতীয় টেস্ট মিস করতে পারেন।

রিপোর্টে আরও বলা হয়েছে যে অ্যান্ডারসন পায়ের চোটের সাথে লড়াই করছিলেন, ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮.৪ ওভার বল করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট এবং বার্মিংহামে ভারতের বিরুদ্ধে টেস্টের মধ্যে মাত্র তিন দিনের ব্যবধান, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ভারতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার জন্য জিমিকে সতেজ রাখতেই বিশ্রামে রাখার কথা ভাবছে।

অ্যান্ডারসনের সঙ্গী স্টুয়ার্ট ব্রডের ওয়ার্কলোডও লিডস টেস্টের জন্য একাদশ বাছাই করার সময় বিবেচনা করা হবে।

আগামী ২৩শে জুন লিডসে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের শেষ টেস্ট। ইতোমধ্যে প্রথম দুই টেস্ট জিতে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলেছে বেন স্টোকসের দল।

৯৭ ডেস্ক

Read Previous

এবারে নারী দলের মালিক হলেন শাহরুখ খান

Read Next

জয়ের আনুষ্ঠানিকতা সারতে ক্যাম্পবেল-ব্ল্যাকউডের লেগেছে ৮ ওভার

Total
0
Share