এবারে নারী দলের মালিক হলেন শাহরুখ খান

এবারে নারী দলের মালিক হলেন শাহরুখ খান
Vinkmag ad

বলিউডের তারকা শাহরুখ খান সম্প্রতি নাইট রাইডার্স উইমেন্স টিমের মালিক হয়েছেন। তার নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির প্রথম কোন নারী দল ত্রিনবাগো নাইট রাইডার্স।

শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি নতুন নতুন ভেঞ্চার শুরু করেছে। যেখানে ত্রিনবাগো নাইট রাইডার্সের নারী দলের মালিকানা নারীদের ক্রিকেটকে জনপ্রিয় করতে সাহায্য করবে।

নাইট রাইডার্স গ্রুপে শাহরুখ খানের সঙ্গে মালিক হিসাবে আছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলাও। তাদের মালিকানাতেই আছে কোলকাতা নাইট রাইডার্স, ত্রিনবাগো নাইট রাইডার্স ও আবু ধাবি নাইট রাইডার্স।

উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে চলতি বছরের ৩০ আগস্ট।

নারীদের সিপিএল একই সাথে চলবে পুরুষদের সিপিএলের সাথে। নারীদের সিপিএলে খেলবে বারবাডোস রয়্যালস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সও।

৯৭ ডেস্ক

Read Previous

সভাপতির নির্দেশনা, সিলেটে বন্যা কবলিতদের পাশে বিসিবিও

Read Next

লিডস টেস্ট মিস করবেন জিমি অ্যান্ডারসন

Total
24
Share