‘সাকিব সবসময় ভালো ইন্টেন্ট নিয়ে খেলতে যায়’

ফিরেই আলৌকিক কিছু করে ফেলবে না সাকিব- রাসেল ডোমিঙ্গো
Vinkmag ad

ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় দিন শেষেই অ্যান্টিগা টেস্ট হারের মুখে বাংলাদেশ। তবে ব্যাট হাতে অধিনায়ক সাকিব আল হাসানই বাঁচিয়েছেন মান। যেখানে তাকে পরিস্থিতির কারণে কখনো ব্যাটিং ধরণ বদলেও খেলতে হয়েছে। কোচ রাসেল ডোমিঙ্গো বলছেন সাকিব সবসময় ভালো মানসিকতা নিয়েই খেলতে নামে।

তৃতীয় দফা টেস্ট অধিনায়কত্ব পাওয়া সাকিবের এটি প্রথম ম্যাচ। এই ম্যাচেই ব্যাট হাতে দলের প্রয়োজনে হাজির সেরাটা দিতে। দুই ইনিংসেই হাঁকিয়েছেন ফিফটি।

প্রথম ইনিংসে ৪১ রানে ৪ উইকেট হারানোর পর ক্রিজে আসেন সাকিন। আউট হয়েছেন ৯ম ব্যাটার হিসেবে। তিনি ব্যাট হাতে নামার পর দল করেছে ৬২ রান। যার ৫১ রানই তার,  পরিস্থিতির দাবি মেটাতে খেলেন ওয়ানডে মেজাজে। ৬৭ বলে ৬ চার ১ ছক্কায় সাজান ইনিংসটি।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে করে ২৬৫ রান। ১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। সাকিব যখন ক্রিজে আসেন তখন ৭৫ রানে ৪ উইকেট নেই। তিনি ক্রিজে আসার পর দল হারিয়েছে আরও ২ উইকেট।

১০৯ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ। সেখান থেকে নুরুল হাসান সোহানকে নিয়ে ১২৩ রানের মান বাঁচানো জুটি। ওয়েস্ট ইন্ডিজকে দেওয়া যায় ৮৪ রানের লক্ষ্য। যা তাড়া করতে নেমে ৩ উইকেটে ৪৯ রান তুলে তৃতীয় দিন শেষ করে স্বাগতিকরা।

৯৯ বলে ৬ চারে সাজানো সাকিবের ৬৩ রানের ইনিংসটিও শেষদিকে আক্রমণাত্মক রূপ নিচ্ছিল। আউটও হয়েছেন দ্বিতীয় নতুন বলে ভয়ঙ্কর হওয়া কেমার রোচকে মারতে গিয়ে।

জোড়া ফিফটিতে এ দফায় অধিনায়কত্ব শুরু, পরিস্থিতি বিবেচনায় সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলতে যা বুঝায় সাকিব চেষ্টা করেছেন সেটারই।

সাকিবের ব্যাটিং পর্যালোচনা করতে গিয়ে দিন শেষে সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘দেখুন সাকিব সবসময় ভালো ইন্টেন্সিটি ও ভালো ইন্টেন্ট নিয়ে খেলতে যায়। আমরা চাইনি সে স্লগ খেলুক, সে চেয়েছে ভালো ক্রিকেট শট খেলতে। আমার মনে হয় সে বোলারদের কিছু চাপ ফেরত দিতে চেয়েছে। তবে সে সতর্ক ছিল যে যদি শুরুর ধাপটা পার করতে পারে তবে সে চড়াও হতে পারবে বোলারদের উপর।’

‘সে ৭ নম্বরে ব্যাট করে তবে এই ম্যাচে ৬ নম্বরে করছে। টপ সিক্সে খেলায় তাকে ডিফেন্স ও অ্যাটাকের মধ্যে ভারসাম্য খুঁজে নিতে হত। কখনো আপনাকে ডিফেন্সিভ হতে হয় কখনো কাউন্টার অ্যাটাক করতে হয়। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি শুধু নিশ্চিত করতে চেয়েছি সে তার শেইপ, পজিশন ও হেড যেন ধরে রাখে। কারণ সে কোয়ালিটি ব্যাটার।’

৯৭ প্রতিবেদক

Read Previous

শান্ত-মুমিনুলের সমস্যা খুঁজে পেয়েছেন ডোমিঙ্গো, বোলারদের নিয়ে করছেন গর্ব

Read Next

বাটলার বিশ্বাস করেন ৫০০ রান দূরে নয়

Total
8
Share