

অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য মাত্র ৮৪ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ। তবে এই রান তাড়া করতে নেমেই খালেদ আহমেদের পেস তোপে ৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। যদিও এরপরও জয়ের পথেই আছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। প্রথম ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজের সেরা দুই ব্যাটারের উইকেট খালেদের। কিন্তু এতেও তার উপর খুব বেশি সন্তুষ্ট হতে পারছে না কোচ রাসেল ডোমিঙ্গো।
জয়ের জন্য চতুর্থ দিন ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন কেবল ৩৫ রান, হাতে ৭ উইকেট। ৪০ রানের অবিচ্ছেদ্য জুটিতে জন ক্যাম্পবেল ২৮ ও জার্মেইন ব্ল্যাকউড অপরাজিত ১৭ রানে।
বাংলাদেশের প্রথম ইনিংসে ১০৩ রানের জবাবে ক্যারিবিয়ানরা থামে ২৬৫ রানে। যেখানে সর্বোচ্চ ৯৪ রান করা ক্রেইগ ব্র্যাথওয়েট ও ৬৩ রান করা জার্মেইন ব্ল্যাকউডের উইকেট দুইটি খালেদের।
১৬২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট ২৪৫ রানে। ৮৪ রানের লক্ষ্য ঠিক হয় ওয়েস্ট ইন্ডিজের জন্য।
তবে এই সহজ রান তাড়ায় নেমে খালেদের করা প্রথম দুই ওভারেই সাঝঘরে ফেরে ক্রেইগ ব্র্যাথওয়েট (১), রেইমন রেফার (২) ও এনক্রুমাহ বোনার (০)। ৯ রানে ৩ উইকেট হারানোর পর ক্যাম্পবেল-ব্ল্যাকউডে ঐ ৩ উইকেটে ৪৯ রান তুলে তৃতীয় দিন শেষ করে স্বাগতিকরা।
দুই ইনিংসে ইতোমধ্যে ৫ উইকেট নেওয়া খালেদের আরও অনেক উন্নতি করতে হবে বলে দিন শেষে সংবাদ সম্মেলনে জানান রাসেল ডোমিঙ্গো।
টাইগার কোচ বলেন, ‘নাহ (আলাদা কিছু দেখিনি খালেদের মাঝে)। সে তিন উইকেট নিয়েছে (দ্বিতীয় ইনিংসে) কিন্তু তার অনেক উন্নতির জায়গা আছে। ধারাবাহিকতার জায়গায় তার উন্নতি করতে হবে।’
‘কিছু সময় সে ভালো বল করে উইকেট পাচ্ছে না আবার কিছু সময় সে ভালো বল না করেও উইকেট পাচ্ছে। এটাই খেলাটার ধরণ। হ্যাঁ দ্বিতীয় ইনিংসে সে ভালো বল করেছে এবং উইকেটও পেয়েছে। কিন্তু তার এখনো অনেক উন্নতি করতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই।’