রিয়াদরা না পারলেও মোহামেডানকে শিরোপা জেতালেন সালমা-রুমানারা

রিয়াদরা না পারলেও মোহামেডানকে শিরোপা জেতালেন সালমা-রুমানারা
Vinkmag ad

ছেলেদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) এবার তারকা ক্রিকেটারদের নিয়েও হতাশ হতে হয়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। তবে মেয়েদের ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান।

আজ (১৮ জুন) লিগ পর্বের শেষ ম্যাচে নির্ধারিত হওয়ার কথা ছিল এবারের চ্যাম্পিয়ন। কারণ সমান ১১ ম্যাচে ১৮ পয়েন্ট করে ছিল মোহামেডান ও রূপালি ব্যাংকের।

কিন্তু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ ও ৪ নম্বার মাঠে পরিত্যক্ত হয় দুই দলের ম্যাচ। যেখানে ৩ নম্বর মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল গত আসরের চ্যাম্পিয়ন খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও রূপালি ব্যাংকের। অন্যদিকে ৪ নম্বর মাঠে মোহামেডানের প্রতিপক্ষ ছিল ইন্দিরা রোড ক্রীড়া চক্র।

দুইটি ম্যাচই বৃষ্টিতে পন্ড হয়। ফলে মোহামেডান ও রুপালি ব্যাংকের পয়েন্ট আবারও সমান ১৯। কিন্তু নেট রান রেটে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করলো সালমা খাতুন, রুমানা আহমেদ, শামীমা সুলতানাদের মোহামেডান।

টুর্নামেন্টে তারা হারেনি কোনো ম্যাচ। ৮ ম্যাচে জয়ের বিপরীতে বৃষ্টিতে ভেসে যায় ৩ ম্যাচ। রানার আপ হওয়া রূপালি ব্যাংকেরও একই অবস্থা, ৮ জয়ের বিপরীতে ৩ ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।

তবে শিরোপা নির্ধারণে কোনো ভূমিকা না রাখা বিকেএসপির ১ নম্বরে মাঠের গুলশান ইয়ুথ ক্লাব ও শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি ম্যাচটিও এ দিন হয়েছে পরিত্যক্ত।

ব্যাট হাতে ৭৬.৭৫ গড়ে ৩০৭ রান ও বল হাতে ৬ উইকেট নিয়ে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির সোবহানা মোস্তারির হাতে উঠেছে টুর্নামেন্ট সেরার পুরষ্কার।

টুর্নামেন্টে ৫ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ১৬৩.৩৩ গড়ে ৪৯০ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক রূপালি ব্যাংকের ফারজানা হক পিংকি।

সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ডানহাতি মিডিয়াম পেসার মারুফা আক্তার। ১২.৮২ গড়ে নিয়েছেন ২২ উইকেট।

৯৭ প্রতিবেদক

Read Previous

একই দলে খেলবেন বাবর-কোহলি-সাকিবরা

Read Next

লাইভ রিপোর্টঃ খালেদের ‘৩’, অসাধ্য সাধনের স্বপ্ন দেখছে বাংলাদেশ

Total
1
Share