৬ষ্ঠ বাংলাদেশি হিসাবে মিরাজের ‘২০০’

৬ষ্ঠ বাংলাদেশি হিসাবে মিরাজের '২০০'
Vinkmag ad

বয়সভিত্তিকে নিজেকে প্রমাণ করে বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নেন মেহেদী হাসান মিরাজ। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হওয়ে মেহেদী হাসান মিরাজ এই ৬ বছরে নিজের জায়গা করে ফেলেছেন পাকা।

টি-টোয়েন্টিতে অনিয়মিত হলেও টেস্ট ও ওয়ানডেতে টাইগারদের ভরসার নাম হয়ে উঠেছেন মিরাজ।

২৪ বছর বয়সী মিরাজ অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছেন নিজের ৩৪ তম টেস্ট। এছাড়া ৫৮ ওয়ানডে ও ১৩ টি টি-টোয়েন্টিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৬ উইকেট নিয়ে অ্যান্টিগা টেস্ট খেলতে নেমেছিলেন মিরাজ। ২য় দিনে উইন্ডিজদের প্রথম ইনিংসে ৪ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে মিরাজ পুর্ণ করেছেন ২০০ উইকেট।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

বাংলাদেশের পক্ষে ২০০ বা তার বেশি আন্তর্জাতিক উইকেট পাওয়া ৬ষ্ঠ বোলার মিরাজ। শুধু স্পিনার বিবেচনা করলে তিনি ৪র্থ।

৬২৯ উইকেট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে সাকিব আল হাসান। ২০০ এর খুব কাছে আছেন রুবেল হোসেন। ১৭৩ ইনিংসে তার উইকেট ১৯৩ টি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ আন্তর্জাতিক উইকেটে-

১. সাকিব আল হাসান- ৪১৭ ইনিংসে ৬২৯ উইকেট
২. মাশরাফি বিন মর্তুজা ৩২২ ইনিংসে ৩৮৯ উইকেট
৩. আব্দুর রাজ্জাক- ২০৫ ইনিংসে ২৭৯ উইকেট
৪. মুস্তাফিজুর রহমান- ১৬০ ইনিংসে ২৪৯ উইকেট
৫. মোহাম্মদ রফিক- ১৭১ ইনিংসে ২২০ উইকেট
৬. মেহেদী হাসান মিরাজ- ১২৭ ইনিংসে ২০০ উইকেট।

৯৭ ডেস্ক

Read Previous

হয়নি সাকিবের লক্ষ্য পূরণ, তবুও জয়ে চোখ বাংলাদেশের

Read Next

একই দলে খেলবেন বাবর-কোহলি-সাকিবরা

Total
22
Share