

১ম ২ ম্যাচ হারার পর পরের ২ ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজে দারুণ কামব্যাক করেছে ভারত। দীনেশ কার্তিকের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১ম হাফ সেঞ্চুরি ও আবেশ খানের নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৮২ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
বরাবরের মত টসে হেরেও আগে ব্যাটিংয়ের স্বাদ পেয়েছে ভারত। কার্তিক ও হার্দিক পান্ডিয়ার ধুন্ধুমার ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৬৯ রান করে ভারত।
২৭ বলে ৯ চার ও ২ ছয়ে সর্বোচ্চ ৫৫ রান আসে কার্তিকের ব্যাট থেকে। হার্দিক ৩১ বলে ৩টি করে চার ও ছয়ে ৪৬ রান করেন।
55(27) for DK. Playing on a different planet. He just gets T20. And nobody plays that role better than he does in this Indian set-up.
— Harsha Bhogle (@bhogleharsha) June 17, 2022
প্রোটিয়াদের পক্ষে লুঙ্গি এনগিডি ২ উইকেট পান।
জবাবে আবেশ খান ও যুজবেন্দ্র চাহালের চমৎকার বোলিংয়ে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। রাসি ভ্যান ডার ডুসেন ২০ ও কুইন্টন ডি কক ১৪ রান করেন।
আবেশ ৪টি ও চাহাল ২টি উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন দীনেশ কার্তিক।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ১৬৯/৬ (২০), রুতুরাজ ৫, ইশান ২৭, শ্রেয়াস ৪, পান্ট ১৭, হার্দিক ৪৬, কার্তিক ৫৫, আক্সার ৮*, হারশাল ১*; এনগিডি ৩-০-২০-২, জেনসেন ৪-০-৩৮-১, প্রিটোরিয়াস ৪-০-৪১-১, নরকিয়া ৩-০-২১-১, মহারাজ ৪-০-২৯-১
দক্ষিণ আফ্রিকাঃ ৮৭/১০ (১৬.৫), ডি কক ১৪, বাভুমা ৮, প্রিটোরিয়াস ০, ডুসেন ২০, ক্লাসেন ৮, মিলার ৯, জেনসেন ১২, মহারাজ ০, নরকিয়া ১, এনগিডি ৪, শামসি ৪*; আবেশ ৪-০-১৮-৪, হারশাল ২-০-৩-১, চাহাল ৪-০-১৯-২, আক্সার ৩.৫-০-১৯-১
ফলাফলঃ ভারত ৮২ রানে জয়ী
ম্যাচ সেরাঃ দীনেশ কার্তিক (ভারত)।