

ওয়ানডে ও লিস্ট এ ক্রিকেট ইতিহাসের দলীয় সর্বোচ্চ রান করার দিনে বড় ব্যবধানে জয়লাভ করেছে ইংল্যান্ড। আমস্টেলভিনে নেদারল্যান্ডসকে ২৩২ রানে হারিয়েছে তারা। ইংলিশদের পক্ষে জস বাটলার, ডেভিড মালান ও ফিল সল্ট সেঞ্চুরি করেন।
টসে হেরেও আগে ব্যাটিং পায় ইংল্যান্ড। ডাচ বোলারদের তুলোধুনো করে ৪৯৮ রানের পর্বতসম স্কোর গড়ে তারা। এটি একদিনের ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোর। আগের রেকর্ডটিও ইংলিশদেরই ছিল, ৪৮১ রান।
বাটলার মাত্র ৭০ বলে ৭ চার ও ১৪টি বিশাল ছক্কায় ১৬২ রানে অপরাজিত থাকেন, ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি। মালান ১০৯ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১২৫ এবং সল্ট ৯৩ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১২২ রান করেন। এছাড়া লিয়াম লিভিংস্টোন মাত্র ২২ বলে ৬টি করে চার ও ছয়ের মারে ৬৬ রানে নট আউট থাকেন।
View this post on Instagram
স্বাগতিকদের পক্ষে পিটার সিলার ২ উইকেট পান। ব্যাটিংয়ে না পারলেও বোলিংয়ে খরুচে রানের দিক দিয়ে সেঞ্চুরি করেছেন ফিলিপ বয়সেভিন, ১০ ওভারে ১০৮ রান। শেন স্ন্যাটার ১ উইকেট পেলেও ১০ ওভারে রান দিয়েছেন ৯৯।
জবাবে স্কট এডওয়ার্ডস ও ম্যাক্স ও’ডাওড হাফ সেঞ্চুরি পেলেও ২৬৬ রানের বেশি করতে পারেননি নেদারল্যান্ডস। এডওয়ার্ডস সর্বোচ্চ ৭২ রানে অপরাজিত থাকেন। ও’ডাওড ৫৫ রান করেন।
ইংলিশদের পক্ষে মইন আলি ৩টি এবং ডেভিড উইলি, স্যাম কারেন ও রিস টপলি ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ডঃ ৪৯৮/৪ (৫০), রয় ১, সল্ট ১২২, মালান ১২৫, বাটলার ১৬২*, মরগান ০, লিভিংস্টোন ৬৬*; ভ্যান বিক ১০-০-৮২-১, স্ন্যাটার ১০-০-৯৯-১, সিলার ১০-০-৮৩-২
নেদারল্যান্ডসঃ ২৬৬/১০ (৪৯.৪), ও’ডাওড ৫৫, বিক্রমজিৎ ১৩, মুসা ২১, কুপার ২৩, ডি লিডে ২৮, এডওয়ার্ডস ৭২*, ভ্যান বিক ৬, সিলার ২৫, স্ন্যাটার ৪, আরিয়ান ০, বয়সেভিন ৫; উইলি ১০-০-৪২-২, টপলি ১০-০-৪৬-২, কারেন ৯-০-৪৬-২, মইন ১০-০-৫৭-৩, মালান ০.৪-০-৫-১
ফলাফলঃ ইংল্যান্ড ২৩২ রানে জয়ী
ম্যাচ সেরাঃ জস বাটলার (ইংল্যান্ড)।