লাইভ রিপোর্টঃ মিরাজের ‘৪’, অলআউট ওয়েস্ট ইন্ডিজ

লাইভ রিপোর্টঃ মিরাজের '৪', অলআউট ওয়েস্ট ইন্ডিজ
Vinkmag ad

গতকাল (১৬ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ১ম টেস্ট। দুই ম্যাচ সিরিজের ১ম টির ২য় দিনের খুটিনাটি আপডেট এই লাইভ রিপোর্টে।

সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংসে ১০৩/১০ (৩২.৫), তামিম ২৯, জয় ০, শান্ত ০, মুমিনুল ০, লিটন ১২, সাকিব ৫১, নুরুল ০, মিরাজ ২, মুস্তাফিজ ০, এবাদত ৩*, খালেদ ০; রোচ ৮-২-২১-২, সিলস ১০-২-৩৩-৩, জোসেফ ৮.৫-২-৩৩-৩, মায়ের্স ৫-২-১০০-২

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংসে ২৬৫/১০ (১১২.৫), ব্র্যাথওয়েট ৯৪, ক্যাম্পবেল ২৪, রেইফার ১১, বোনার ৩৩, ব্ল্যাকউড ৬৩, মায়ের্স ৭, জশুয়া ১, জোসেফ ০, রোচ ০, মোটি ২৩*, সিলস ১; মুস্তাফিজ ১৮-৭-৩০-১, খালেদ ২২-৪-৫৯-২, এবাদত ২৮-৮-৬৫-২, সাকিব ২১-৫-৪৮-১, মিরাজ ২২.৫-৬-৫৯-৪

বাংলাদেশ ২য় ইনিংসে ৫০/২ (২০), তামিম ২২, জয় ১৮*, মিরাজ ২, শান্ত ৮*; জোসেফ ৬-২-১৪-২

বাংলাদেশ ১১২ রানে পিছিয়ে।

মিরাজের ‘৪’, অলআউট ওয়েস্ট ইন্ডিজ: 

২৩৯ রানে ৮ উইকেট হারানোর পর অভিষিক্ত গুডাকেশ মোটির অপরাজিত ২৩ রানে ২৬৫ অব্দি যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ৬৩ রান করা জার্মেইন ব্ল্যাকউডকে ফেরান খালেদ আহমেদ, দারুণ এক ক্যাচ নেন মিরাজ।

পরে জেইডেন সিলস (১) মেহেদী হাসান মিরাজের ৪র্থ উইকেটে পরিণত হলে ২৬৫ তে থামে স্বাগতিকদের রানের চাকা। প্রথম ইনিংসে ১৬২ রানের বড় লিড পায় ক্রেইগ ব্র্যাথওয়েটের দল।

সংক্ষিপ্ত স্কোর (দুই দলের ১ম ইনিংস শেষে):

বাংলাদেশ ১০৩/১০ (৩২.৫), তামিম ২৯, জয় ০, শান্ত ০, মুমিনুল ০, লিটন ১২, সাকিব ৫১, নুরুল ০, মিরাজ ২, মুস্তাফিজ ০, এবাদত ৩*, খালেদ ০; রোচ ৮-২-২১-২, সিলস ১০-২-৩৩-৩, জোসেফ ৮.৫-২-৩৩-৩, মায়ের্স ৫-২-১০০-২

ওয়েস্ট ইন্ডিজ ২৬৫/১০ (১১২.৫), ব্র্যাথওয়েট ৯৪, ক্যাম্পবেল ২৪, রেইফার ১১, বোনার ৩৩, ব্ল্যাকউড ৬৩, মায়ের্স ৭, জশুয়া ১, জোসেফ ০, রোচ ০, মোটি ২৩*, সিলস ১; মুস্তাফিজ ১৮-৭-৩০-১, খালেদ ২২-৪-৫৯-২, এবাদত ২৮-৮-৬৫-২, সাকিব ২১-৫-৪৮-১, মিরাজ ২২.৫-৬-৫৯-৪

ওয়েস্ট ইন্ডিজ ১৬২ রানে এগিয়ে।

৩য় সেশনে বাংলাদেশের ভাল শুরুঃ

২য় দিনের ৩য় ও শেষ সেশনের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। সাজঘরে ফিরে গেছেন আলঝারি জোসেফ ও কেমার রোচ।

জোসেফকে রানের খাতা খুলতে না দিয়ে নুরুল হাসান সোহানের ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজ। যা তার ইনিংসে ৩য় উইকেট।

পরবর্তী ওভারেই এবাদত হোসেনের বলে স্লিপে লিটন দাসকে ক্যাচ দেন কেমার রোচ। ২ বল মোকাবেলা করে কোন রান করতে পারেননি তিনি। ২৩৯ রানের মাথায় ৮ম উইকেট হারায় উইন্ডিজরা।

চা বিরতিঃ 

২য় দিনের প্রথম সেশনে কেবল ১ উইকেট শিকার করতে পেরেছিল বাংলাদেশ। ২য় সেশনে এসে ৩ উইকেট তুলে নিয়েছে খালেদ-মিরাজরা।

এই সেশনে ২৫ ওভার খেলা হয়েছে। ৭২ রান খরচে যেখানে বাংলাদেশ তুলে নিয়েছে ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইল মায়ের্স ও জশুয়া ডা সিলভার উইকেট।

৬ উইকেটে ২৩১ রান নিয়ে চা বিরতিতে যাওয়া উইন্ডিজরা এখনই এগিয়ে ১২৮ রানে।

মিরাজের ২ শিকারঃ

বেশিদূর এগোল না কাইল মায়ের্স ও জার্মেইন ব্ল্যাকউডের ৫ম উইকেট জুটি। ২৭ রানে এই জুটিকে ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ২৪ বলে ৭ রান করে এলবিডব্লিউ হন মায়ের্স। শুরুতে অবশ্য আম্পায়ার আউট দেননি, রিভিউ নিয়ে সফল হতে হয় বাংলাদেশকে।

নিজের করা পরবর্তী ওভারে জশুয়া ডা সিলভাকেও ফেরান মিরাজ। ৯ বলে ১ রান করে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানকে ক্যাচ দেন জশুয়া। ২৩০ রানে ৬ষ্ঠ উইকেট হারায় উইন্ডিজরা।

ফিরলেন ব্র্যাথওয়েট, বাংলাদেশ শিবিরে স্বস্তিঃ

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের ২৬৮ বল স্থায়ী ইনিংসের সমাপ্তি ঘটালেন খালেদ আহমেদ। ৯ চারে ৯৪ রান করে থামতে হল তাকে। ৯০ তম ওভারের শেষ বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ব্র্যাথওয়েট। খালেদের করা লেংথ বল একটু নিচু হয়ে গিয়েছিল, ব্র্যাথওয়েট লাইন মিস করলে বল লাগে প্যাডে। আম্পায়ার আউট দিতে সময় নেননি, ব্র্যাথওয়েটও নেননি রিভিউ।

১৯৭ রানে ৪র্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

লাঞ্চ ব্রেকঃ 

৪৮ ওভারে ২ উইকেটে ৯৫ রান নিয়ে ১ম দিনের খেলা শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেট হাতে রেখে পিছিয়ে ছিল কেবল ৮ রানে। ২য় দিনের প্রথম সেশনে ৩১ ওভার ব্যাট করে ৬৪ রান তুলেছে স্বাগতিকরা। হারিয়েছে কেবল এনক্রুমাহ বোনারের উইকেট।

ইতোমধ্যেই লিডকে ৫৬ অব্দি নিয়ে গেছে উইন্ডিজরা। সেঞ্চুরির পথে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট (৭৫*), তাকে সঙ্গ দিচ্ছেন তার ডেপুটি জার্মেইন ব্ল্যাকউড (৯*)।

জুটি ভাঙলেন সাকিবঃ

এনক্রুমাহ বোনার ও ক্রেইগ ব্র্যাথওয়েটের ৩য় উইকেট জুটি থামল ৬২ রানে। ১৭৫ বল স্থায়ী জুটিতে বোনারের অবদান ৩৩। ৯৬ বলে ৩ চারে ৩৩ রান করা বোনারকে বোল্ড করে ফেরান সাকিব।

এর আগেই অবশ্য ফিফটি পূর্ণ করেন উইন্ডিজ দলপতি ক্রেইগ ব্র্যাথওয়েট। ১৭৪ বলে ৫০ পূর্ণ করেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে):

বাংলাদেশ ১০৩/১০ (৩২.৫), তামিম ২৯, জয় ০, শান্ত ০, মুমিনুল ০, লিটন ১২, সাকিব ৫১, নুরুল ০, মিরাজ ২, মুস্তাফিজ ০, এবাদত ৩*, খালেদ ০; রোচ ৮-২-২১-২, সিলস ১০-২-৩৩-৩, জোসেফ ৮.৫-২-৩৩-৩, মায়ের্স ৫-২-১০০-২

ওয়েস্ট ইন্ডিজ ৯৫/২ (৪৮), ব্র্যাথওয়েট ৪২*, ক্যাম্পবেল ২৪, রেইফার ১১, বোনার ১২*; মুস্তাফিজ ১২-৬-১০-১, এবাদত ১২-৪-১৮-১

ওয়েস্ট ইন্ডিজ ৮ রানে পিছিয়ে।

৯৭ প্রতিবেদক

Read Previous

ইংল্যান্ডের রেকর্ড বন্যার এক ইনিংস, স্বস্তিতে ডি ভিলিয়ার্স

Read Next

রানের পাহাড় গড়ে ইংল্যান্ডের রেকর্ড গড়া জয়

Total
4
Share