

রেকর্ড গড়া ইনিংস খেলেও কেবল ২ রানের জন্য আক্ষেপ করতেই পারে ইংল্যান্ড দল। ওয়ানডে ইতিহাসের প্রথম ৫০০ রান দেখা হল না ক্রিকেট ভক্তদের। তবে ইংল্যান্ড ইনিংসের পুরো ৫০ ওভারই যেন একটি হাইলাইটস। একাধিক রেকর্ড ভাঙার দিনে অল্পের জন্যে অক্ষত রয়ে গেল এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম ফিফটি ও দেড়শত রানের দুই রেকর্ড।
অ্যামস্টেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড ব্যাটারদের বিধ্বংসী তান্ডব। রীতিমতো লণ্ডভণ্ড হয়ে যায় স্বাগতিক বোলাররা। ইংল্যান্ড তাঁদের ইনিংস শেষ করে ৪৯৮/৪ এ, যা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অবশ্য এর আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ইংল্যান্ডেরই, ৪৮১/৬ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
জস বাটলার এবং লিয়াম লিভিংস্টোনের অতিমানবীয় ব্যাটিংয়ে মাত্র ২৬ বলে ৩৫০ থেকে ৪৫০ রান করেছে ইংল্যান্ড। ইনিংসের শেষ দুই বলে দু’টি ছয় হলেই হয়ে যেত ওয়ানডে ইতিহাসের প্রথম ৫০০ রানের মাইলফলক পূর্ণ।
স্ট্রাইকে ছিলেন লিয়াম লিভিংস্টোন, নিজের ওপর বেশ আত্মবিশ্বাসীও ছিলেন। পঞ্চম ডেলিভারিতে বল হাওয়ায় ভাসিয়েছেন, কিন্তু বাউন্ডারি সীমানার ঠিক সামনে যেয়ে পড়ল, আসে ৪ রান। শেষ বলে ৬ হাঁকালে স্কোর থামে ৪৯৮ রানে। দুই রান কিংবা আর ১টি মাত্র বলের জন্য তাই আক্ষেপ করতেই পারে ইংলিশরা।
এদিন আরও কিছু রেকর্ড ভাঙতে ভাঙতে যেন ভাঙল না। তবে বড় স্বস্তি পেতে পারেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। ১৬ বলে দ্রুততম ফিফটি করেন তিনি, আজ লিভিংস্টোন করেন ১৭ বলে। কেবল ১ বলের জন্য দ্রুততম দেড়শ করতে পারেননি জস বাটলার৷ অক্ষত রয়ে যায় ভিলিয়ার্সের এই রেকর্ডও। ৬৫ বলে ১৫০ রান করেছেন বাটলার, যা ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম।
এই প্রথমবার ইংল্যান্ড পুরুষ দল ওয়ানডে সিরিজ খেলতে নেদারল্যান্ডস সফর করছে।