দারুণ জয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

দারুণ জয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা
Vinkmag ad

চামিকা করুণারত্নের চমৎকার বোলিংয়ে সিরিজে সমতা এনেছে শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত ২য় ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে ২৬ রানের ব্যবধানে।

শুরুতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা ৪৭.৪ ওভারে ৯ উইকেটে ২২০ রান করা অবস্থায় বৃষ্টি নামে। পরে আর তাদের ব্যাটিং করা হয়নি। সর্বোচ্চ ৩৬ রান কুশল মেন্ডিসের। ধনঞ্জয়া ডি সিলভা ও অধিনায়ক দাসুন শানাকা দুইজনই ৩৪ রান করে করেন।

অজিদের পক্ষে প্যাট কামিন্স ৪টি এবং গ্লেন ম্যাক্সওয়েল ও নবাগত স্পিনার ম্যাথু কুহনেম্যান ২টি করে উইকেট নেন।

৪৩ ওভারে নতুন টার্গেট ২১৬ রানের জন্য খেলতে নেমে লঙ্কান বোলারদের কাছে ধরাশায়ী হয় অজি ব্যাটসম্যানরা। ১৮৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। সর্বোচ্চ ৩৭ রান ডেভিড ওয়ার্নারের। ম্যাক্সওয়েল করেন ৩০ রান।

করুণারত্নে ৭ ওভারে ৪৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। এছাড়া ধনঞ্জয়া ডি সিলভা, দুশমান্থ চামিরা ও দুনিথা ওয়েলেলাগে ২টি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোরঃ

শ্রীলঙ্কাঃ ২২০/৯ (৪৭.৪), গুনাথিলাকা ১৮, নিশাঙ্কা ১৪, কুশল ৩৬, ধনঞ্জয়া ৩৪, আসালঙ্কা ১৩, শানাকা ৩৪, করুণারত্নে ১৮, ওয়েলেলাগে ২০, ভ্যান্ডারসে ৭, চামিরা ৭*, থিকশানা ১১*; কুহনেম্যান ১০-০-৪৮-২, ম্যাক্সওয়েল ১০-২-৩৫-২, কামিন্স ৮.৪-০-৩৫-৪, সুইপসন ১০-০-৫৮-১

অস্ট্রেলিয়াঃ ১৮৯/১০ (৩৭.১), ওয়ার্নার ৩৭, ফিঞ্চ ১৪, স্মিথ ২৮, হেড ২৩, লাবুশেইন ১৮, ক্যারি ১৫, ম্যাক্সওয়েল ৩০, কামিন্স ৪, সুইপসন ২, কুহনেম্যান ১, হ্যাজেলউড ৪*; চামিরা ৬.১-০-১৯-২, ধনঞ্জয়া ৬-০-২৬-২, করুণারত্নে ৭-০-৪৭-৩, ওয়েলেলাগে ৫-০-২৫-২

ফলাফলঃ বৃষ্টি আইনে শ্রীলঙ্কা ২৬ রানে জয়ী

ম্যাচ সেরাঃ চামিকা করুণারত্নে ( শ্রীলঙ্কা)।

৯৭ ডেস্ক

Read Previous

‘বাংলাদেশে কে কখন অধিনায়ক হয় বলাটা মুশকিল’

Read Next

ইংল্যান্ডের রেকর্ড বন্যার এক ইনিংস, স্বস্তিতে ডি ভিলিয়ার্স

Total
9
Share