

চূড়ান্ত হয়েছে ৬ষ্ঠ আসরের টি-টেন লিগ মাঠে গড়ানোর সময়। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নভেম্বর-ডিসেম্বরে মাঠে গড়াবে আবু ধাবি টি-টেন লিগ।
সম্প্রতি এক বিবৃতিতে, আবু ধাবি ক্রিকেট ২০২২ টি-টেন লিগের চূড়ান্ত সময় জানিয়েছে। ১০ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ২৩ নভেম্বর, ফাইনাল ৪ ডিসেম্বর।
🚨 SEASON 6 ANNOUNCEMENT 🚨
Cricket’s Fastest Format returns to Abu Dhabi! 🇦🇪
Season 6️⃣ of the #AbuDhabiT10 will take place from 23 November – 4 December 2022! 🏏
Make sure you’re following @T10League for all the latest #AbuDhabiT10 updates 👊#CricketsFastestFormat pic.twitter.com/PKsSlvWNrs
— T10 League (@T10League) June 16, 2022
২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আবু ধাবিতে জমবে টি-টেন লিগের ৬ষ্ঠ আসর। বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের নিয়ে দল গঠন করতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই সূচি চূড়ান্ত করছে টি-টেন কর্তৃপক্ষ। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাজবে টি-টেন লিগের দামামা।
এবারের মৌসুমেও লড়াইয়ে নামবে ৬টি দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, বাংলা টাইগার্স, নর্দান ওয়ারিয়র্স এবং টিম আবু ধাবি।
টুর্নামেন্টের ফরম্যাট একই থাকবে। প্রতিটি দল শুরুতে ১০টি লিগ ম্যাচ খেলবে, শীর্ষ চার দল খেলবে প্লে অফ, এরপর ফাইনাল।
গত আসরে দিল্লি বুলসকে হারিয়ে টি-টেন লিগের শিরোপা হাতে তোলে ওয়াহাব রিয়াজের ডেকান গ্ল্যাডিয়েটর্স। সেবার ফ্র্যাঞ্জাইজির সবক’টিতেই ছিল বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা। এবারও অফিসিয়াল ড্রাফটের মাধ্যমে দল সাজাতে পারবে ফ্র্যাঞ্জাইজি মালিকরা।