

আজ (১৬ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ১ম টেস্ট। দুই ম্যাচ সিরিজের ১ম টির ১ম দিনের খুটিনাটি আপডেট এই লাইভ রিপোর্টে।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে):
বাংলাদেশ ১০৩/১০ (৩২.৫), তামিম ২৯, জয় ০, শান্ত ০, মুমিনুল ০, লিটন ১২, সাকিব ৫১, নুরুল ০, মিরাজ ২, মুস্তাফিজ ০, এবাদত ৩*, খালেদ ০; রোচ ৮-২-২১-২, সিলস ১০-২-৩৩-৩, জোসেফ ৮.৫-২-৩৩-৩, মায়ের্স ৫-২-১০০-২
ওয়েস্ট ইন্ডিজ ৯৫/২ (৪৮), ব্র্যাথওয়েট ৪২*, ক্যাম্পবেল ২৪, রেইফার ১১, বোনার ১২*; মুস্তাফিজ ১২-৬-১০-১, এবাদত ১২-৪-১৮-১
ওয়েস্ট ইন্ডিজ ৮ রানে পিছিয়ে।
১৫ ওভারে ১৫ রানঃ
স্কোরবোর্ডে মাত্র ১০৩ রান তুলেছে ব্যাটাররা, বোলারদের সামনে তাই কাজটা কঠিন। উইন্ডিজ ব্যাটারদের আটকে রাখা, উইকেট তুলে নেওয়া। আটকে রাখার কাজটা করতে পারলেও উইকেট তোলার কাজ করা যায়নি।
চা বিরতির আগে ১৫ ওভার ব্যাট করে কেবল ১৫ রান তুলেছে জন ক্যাম্পবেল ও ক্রেইগ ব্র্যাথওয়েট। উইকেটের কলামে অবশ্য ১ লেখা থাকত যদি মুস্তাফিজুর রহমানের বলে মুমিনুল হক ব্র্যাথওয়েটের ক্যাচ নিতে পারতেন।
৫ ওভার বল করে ৪ টিতেই মেইডেন দিয়ে মাত্র ১ রান হজম করেছেন মুস্তাফিজ। ৫ ওভারে ৩ মেইডেন দিয়ে ৩ রান দিয়েছেন খালেদ আহমেদ। ৩ ওভার করে ২ মেইডেন দিয়েছেন এবাদত হোসেনও। একমাত্র ওভারটিতে কোন রান দেননি সাকিব আল হাসান।
সাকিব ৫১, বাংলাদেশ ১০৩ঃ
অ্যান্টিগায় প্রথম টেস্টের ১ম ইনিংস মাত্র ৩২.৫ ওভার স্থায়ী হল বাংলাদেশের। যেখানে মাত্র ১০৩ রান করতে পেরেছে সফরকারীরা। সর্বোচ্চ ৫১ রান আসে অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটে। বাকিরা ও অতিরিক্ত মিলে করে কেবল ৫২ রান। ৬ ব্যাটার তো রানের খাতাই খুলতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ১০৩/১০ (৩২.৫), তামিম ২৯, জয় ০, শান্ত ০, মুমিনুল ০, লিটন ১২, সাকিব ৫১, নুরুল ০, মিরাজ ২, মুস্তাফিজ ০, এবাদত ৩*, খালেদ ০; রোচ ৮-২-২১-২, সিলস ১০-২-৩৩-৩, জোসেফ ৮.৫-২-৩৩-৩, মায়ের্স ৫-২-১০০-২।
মুস্তাফিজের ডাকঃ
আগের ওভারে শুরুতে সিঙ্গেল নেবার সুযোগ থাকলেও নেননি সাকিব, জানতেন ব্যাট হাতে মুস্তাফিজুর রহমান প্রতিরোধ গরতে পারবেন না। ওভারের শেষ বলে বাউন্ডারি এলে স্ট্রাইক পান মুস্তাফিজ। জেইডেন সিলসের প্রথম ৩ বল ঠেকিয়ে দিলেও ৪র্থ বলে উইকেটের পেছনে ক্যাচ দেন, ফেরেন শুন্য হাতে। মুস্তাফিজ এই ইনিংসে ডাকের স্বাদ পাওয়া ৫ম ব্যাটার!
ফিরলেন মিরাজওঃ
লাঞ্চের পর ফিরে প্রথম ওভারেই সাজঘরে ফিরে গেলেন মেহেদী হাসান মিরাজ। ২২ বলে ২ রান করে জেইডেন সিলসের বল ফ্লিক করতে যেয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মিরাজ। এতে ভাঙে সাকিব আল হাসানের সঙ্গে তার ৩২ রানের জুটি। ৭৭ রানেই নেই বাংলাদেশের ৭ উইকেট।
লাঞ্চ ব্রেকঃ
অ্যান্টিগা টেস্টের আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন শুরুতেই উইকেট হারানোর রোগ থেকে মুক্তি পেতে হবে। যদিও অ্যান্টিগাতে সেই রোগমুক্তি হয়নি। সাকিব আল হাসানকে ৬ষ্ঠ ব্যাটার হিসাবে মাঠে নামতে হয় ১৪ ওভারের পরই।
রানের খাতা খোলার আগেই দেখেছেন ৪৫ রানে নেই দলের ৬ উইকেট। ৪ ব্যাটারই ফিরেছেন কোন রান না করে। সেখান থেকে লাঞ্চের আগে আর কোন উইকেট হারাতে দেননি তিনি। ৩৯ বলে ১ টি করে চার ও ছয়ে ২৭ রান করে অপরাজিত আছেন তিনি। তাকে সঙ্গ দিয়ে ২১ বলে ২ রান করে অপরাজিত মেহেদী হাসান মিরাজ।
৬ উইকেটে ৭৬ রান নিয়ে লাঞ্চ ব্রেকে গেছে বাংলাদেশ।
অ্যান্টিগায় ধুঁকছে বাংলাদেশঃ
১৬ রানে ৩ উইকেট হারানোর পর ওপেনার তামিম ইকবাল ও সহ অধিনায়ক লিটন দাসের জুটিতে বিপর্যয় সামলানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে এই জুটি থামে ২৫ এই।
৪৩ বলে ৪ চারে ২৯ রান করে আলঝারি জোসেফের প্রথম শিকারে পরিণত হন তামিম ইকবাল। দলকে ৪১ রানেই রেখে সাজঘরে ফেরেন লিটন দাসও। ৩৩ বলে ২ চারে ১২ রান করে কাইল মায়ের্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।
৬ষ্ঠ ব্যাটার হিসাবে নুরুল হাসান সোহান ফেরেন মায়ের্সের ঐ ওভারেই। জয়, শান্ত, মুমিনুলের মত সোহানও পান ডাকের স্বাদ। ৪৫ রানেই নেই বাংলাদেশের ৬ উইকেট।
পাঁচ হাজারি ক্লাবে তামিম ইকবালঃ
৫০০০ রান থেকে ১৯ রান দূরে থেকে অ্যান্টিগা টেস্ট খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। ৭ম ওভারের ৩য় বলে ৩ রান নিয়ে ৫০০০ পুর্ন করেন তিনি। মুশফিকুর রহিমের পর ২য় বাংলাদেশি হিসাবে ৫ হাজারি ক্লাবে ঢুকলেন তিনি।
View this post on Instagram
১৬ রানে নেই ৩ উইকেটঃ
কেমার রোচ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন কিনা তা নির্ভর করছিল ফিটনেস টেস্টের ওপর। ফিটনেস টেস্ট উতরে যেয়ে রোচ খেলছেন। আর খেলতে নেমে বিপাকে ফেলেছেন টাইগার টপ অর্ডারকে।
ইনিংসের দ্বিতীয় বলেই মাহমুদুল হাসান জয়কে সাজঘরে ফেরান তিনি। আউটসাইট অফে করা লেংথ বল ভেতরে ঢুকছিল, বলে ছিল কিছুটা বাউন্সও। জয় পোক করতে গেলে আউটসাইড এইজ হয়ে বল যায় স্লিপ কর্ডনে, যা তালুবন্দি করেন এনক্রুমাহ বোনার।
নিজের করা দ্বিতীয় ওভারের প্রথম বলে ফেরান নাজমুল হোসেন শান্তকেও। এদফায় অবশ্য কোন ফিল্ডারের সাহায্য লাগেনি। শান্তর ব্যাট ও প্যাডের ফাক দিয়ে বল সরাসরি লাগে স্টাম্পে।
কোন রান না করে সাজঘরে ফেরেন মুমিনুল হকও। ৬ষ্ঠ ওভারের ১ম বলে জেইডেন সিলসের অফ স্টাম্পের বাইরে গুড লেংথে করা বল খোচা মেরে স্লিপে সহজ ক্যাচ দেন মুমিনুল। ১৬ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
টস আপডেটঃ
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলপতি ক্রেইগ ব্র্যাথওয়েট।
বাংলাদেশ একাদশ-
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, এবাদত হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেইমন রেইফার, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মায়ের্স, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), আলঝারি জোসেফ, কেমার রোচ, গুডাকেশ মোতি, জেইডেন সিলস।
টিভিতে দেখা যাচ্ছে না বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচঃ