

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট টিভি সম্প্রচার নিয়ে কোনো সুখবর পাওয়া যায়নি। নিজেদের দায়িত্বের মধ্যে না পড়লেও দেশের জনগণের কথা চিন্তা করে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে বিসিবি। আইসিসির সাথে কথা বলে অনলাইনে ফ্রি দেখানোর ব্যাপারেও আলাপ করেছে।
তবে সময় স্বল্পতায় ফ্রি দেখার ব্যাপারটিও অন্তত প্রথম দিন সম্ভব হচ্ছে না। খেলা শুরু হতে বাকি নেই আর এক ঘন্টাও। সে ক্ষেত্রে আইসিসি টিভি নামক অ্যাপসে ও ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে খেলা দেখাই হতে পারে শেষ ভরসা।
বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন আজ (১৬ জুন) সন্ধ্যায় মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আইসিসি টিভি একটা প্ল্যাটফর্ম আছে সেখানে ম্যাচ দেখা যাবে। এ রকম একটা ব্যবস্থা আছে, টিএসএম যারা রাইটস হোল্ডার.. আমরা যতটুকু শুনেছি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মাধ্যমে আইসিসি টিভিতে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এটা দেখা যাবে।’
‘মূলত, এই অ্যাপসটায় পেমেন্টের মাধ্যমে দেখতে হয়। আমরা চেষ্টা করছি যাতে সাধারণ দর্শক তারা তাদের ডিভাইসে দেখতে পারেন বিনামূল্যে। সে ব্যাপারে আমাদের কথা হয়েছে আইসিসির সঙ্গে। সংশ্লিষ্ট যারা রাইটস হোল্ডার। তাদের সঙ্গেও কথা হয়েছে, তারাও বিষয়টি নিয়ে ইতিবাচক। এখন পর্যন্ত যে অপশন আছে সেটা হচ্ছে আইসিসি টিভির মাধ্যমে দেখা। এর বাইরে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।’
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮ টায়। মূলত টিভি স্বত্বের পুরো কার্যক্রম আয়োজক দেশই দেখভাল করে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় পক্ষ টোটাল স্পোর্টস ম্যানেজমেন্টের (টিএসএম) কাছে স্বত্ব বিক্রি করে। কিন্তু নিজেদের মধ্যকার ঝামেলায় বাংলাদেশী কোনো টিভি চ্যানেল টিএসএমের কাছ থেকে ফিড কেনার আগ্রহ দেখায়নি। যে কারণে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের দর্শকদের।