শেষ মুহূর্তে স্কোয়াডে ঢুকলেন কেমার রোচ

শেষ মুহূর্তে স্কোয়াডে ঢুকলেন কেমার রোচ
Vinkmag ad

ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার কেমার রোচকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা। তবে প্রথম টেস্টের আগে তাকে স্কোয়াডে যুক্ত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

এক বিবৃতি দিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করেছে যে প্রথম টেস্টের আগে উইন্ডিজদের স্কোয়াডে যুক্ত হয়েছেন রোচ।

অভিজ্ঞ এই ফাস্ট বোলার ফিটনেস টেস্টে উতরে গেছেন এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজে ১৩ তম ক্রিকেটার হিসাবে স্কোয়াডে যুক্ত হয়েছেন।

ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের পক্ষে খেলতে যেয়ে ইনজুরি বাধিয়েছিলেন কেমার রোচ। সেখান থেকে সম্পূর্ণরূপে সেরে উঠেছেন তিনি। কেমার রোচ উইন্ডিজদের পক্ষে সেরা র‍্যাংকিং ধারী এবং টেস্টে খেলছেন এমন ক্যারিবীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।

৭২ টেস্টে ২৪২ উইকেটের মালিক রোচ। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, যেখানে হবে প্রথম টেস্ট সেখানে সর্বোচ্চ ৪৩ উইকেট শিকারী তিনি। তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ৪৮ রানে ৬ উইকেট এসেছিল ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে। এই ভেন্যুতে তার সেরা ফিগার ৮ রানে ৫ উইকেটও আসে বাংলাদেশের বিপক্ষে, ২০১৮ সালে।

উইন্ডিজদের প্রধান কোচ ফিল সিমন্স কেমার রোচের ফেরা নিয়ে বলেন, ‘এটা দারুণ যে সে টেস্ট ম্যাচের জন্য ফিট। সে তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার নাম। সে ম্যাচ খেলতে প্রস্তুত। সে ২৫০ টেস্ট উইকেটের কাছাকাছি। সে ম্যাচে যে ভ্যালু অ্যাড করে (মাঠ ও ড্রেসিংরুমে) তাতে আমরা খুশি। আমি আনন্দিত যে সে ফিট এবং তাকে ম্যাচে ভালো করতে দেখতে মুখিয়ে আছি।’

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড-

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), আলঝারি জোসেফ, কাইল মায়ের্স, গুডাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, রেইমন রেইফার, জেইডেন সিলস ও ডেভন থমাস।

রিজার্ভ-

ত্যাগনারায়ন চন্দরপাল, শারমন লুইস।

টেস্ট সিরিজের সূচিঃ

১ম টেস্ট- ১৬-২০ জুন, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগা, বাংলাদেশ সময় রাত ৮ টা থেকে

২য় টেস্ট- ২৪-২৮ জুন, ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া, বাংলাদেশ সময় রাত ৮ টা থেকে।

৯৭ ডেস্ক

Read Previous

দুই জায়গা ঠিক থাকলে সাকিবের বিশ্বাস প্রথম টেস্ট জিতবে বাংলাদেশ

Read Next

সাকিব জানালেন ৩ দিন আগেই একাদশ চূড়ান্ত

Total
11
Share