

ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আয়ারল্যান্ডের শক্তিশালী স্কোয়াড ঘোষণা। অভিজ্ঞদের সাথে আছে নতুন মুখও। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন স্টিফেন ডোহেনি ও কনর ওলফার্ট।
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে এক বিবৃতি দিয়ে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। যথারীতি আইরিশদের নেতৃত্ব দিবেন অ্যান্ড্রু বালবির্নি।
????: SQUAD ANNOUNCEMENT
Ireland Men’s squad for the T20I series against India has been named.
➡️ Find out more: https://t.co/Jn1wCVUt3I#BackingGreen | #Exchange22 ☘️???? pic.twitter.com/tZSaWDF0pv
— Cricket Ireland (@cricketireland) June 15, 2022
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন উইকেটকিপার ব্যাটার স্টিফেন ডোহেনি ও পেসার কনর ওলফার্ট। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেই সুযোগ পেলেন তাঁরা।
তবে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এবারের বিশ্বকাপ বাছাইয়ে থাকলেও আসন্ন এই সিরিজের দল থেকে বাদ পড়েছেন সিমি সিং ও শেন গেটকেট।
আগামী ২৬ ও ২৮ জুন ডাবলিনে জোড়া টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড-ভারত।
আয়ারল্যান্ড স্কোয়াড:
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার এবং ক্রেইগ ইয়াং।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), ইশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়, সাঞ্জু স্যামসন, সুরিয়াকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, আক্সার প্যাটেল, রবি বিষ্ণোই, হারশাল প্যাটেল, আভেশ খান, আরশদীপ সিং এবং উমরান মালিক।