

ওয়েস্ট ইন্ডিজ সফরে দীর্ঘদিন বাদে বাংলাদেশ দলের স্কোয়াডে ফিরেছিলেন টাইগার ওপেনার এনামুল হক বিজয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও ছিলেন না টেস্ট স্কোয়াডে। তবে ইয়াসির আলি চৌধুরী রাব্বির ইনজুরিতে টেস্ট স্কোয়াডেও ঢুকে গেলেন বিজয়।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস ইলেভেনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাক ইনজুরিতে পড়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। তার জায়গায় টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন বিজয়।
এক বিজ্ঞপ্তি দিয়ে বিজয়ের টেস্ট স্কোয়াডে জায়গা পাবার কথা নিশ্চিত করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
Official:
Anamu Haque Bijoy has been added to the Bangladesh Test side and will replace Yasir Ali Chowdhury who has been ruled out of the Test series against the West Indies due to a back injury. #BANvWI #CricketTwitter #Cricket
— Nazmul Tareq (@NazmulTareq71) June 15, 2022
২৯ বছর বয়সী এনামুল হক বিজয় বাংলাদেশের পক্ষে ৪ টি টেস্ট খেলেছেন। ৯.১২ গড়ে যেখানে বিজয়ের রান ৭৩। ২০১৩ সালে টেস্ট অভিষেক হয়েছিল বিজয়ের, শেষ টেস্ট খেলেছেন ২০১৪ সালের সেপ্টেম্বরে।
কাকতালীয়ভাবে বিজয় শেষবার সাদা পোশাকে খেলেছিলেন এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই, ওয়েস্ট ইন্ডিজের মাঠেই।
আগামীকাল (১৬ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। বিজয় অবশ্য অ্যাভেইলেবল হবেন সেন্ট লুসিয়ায় ২৪ জুন থেকে শুরু হতে যাওয়া ২য় টেস্টে। ১৭ জুন অ্যান্টিগার উদ্দেশে রওয়ানা হবেন বিজয়।