

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। প্রায় একই সময়ে ইংল্যান্ডে টেস্ট সিরিজ থাকায় আয়ারল্যান্ডের মাঠে খেলবে তারুণ্যনির্ভর ভারতীয় দল। প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড বেছে নিয়েছে। টিম ইন্ডিয়া ডাবলিনে ২৬ এবং ২৮ জুন দু’টি টি-টোয়েন্টি খেলবে।
গত বছর ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজের শেষ ম্যাচটি করোনার জন্য খেলা সম্ভব হয়নি। সেই ম্যাচটি খেলতেই ইংল্যান্ড যাচ্ছে ভারত। ভারতের টেস্ট দল যখন ইংল্যান্ডে পৌঁছে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত থাকবে, তখন ভারতের টি-টোয়েন্টি দল যাবে আয়ারল্যান্ড সফরে।
প্রাক্তন ব্যাটার ভিভিএস লক্ষ্মণ হেড কোচ হিসেবে যাবেন আয়ারল্যান্ড সফরে। সিনিয়র ক্রিকেটাররা সাদা পোশাকে ব্যস্ত থাকায় নেতৃত্বভার পড়ল হার্দিক পান্ডিয়ার কাঁধে। ২০২২ আইপিএলের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব পালন করা হার্দিক এবার পেলেন বড় দায়িত্ব।
India Squad
Hardik Pandya (C), Bhuvneshwar Kumar (vc), Ishan Kishan, Ruturaj Gaikwad, Sanju Samson, Suryakumar Yadav, Venkatesh Iyer, Deepak Hooda, Rahul Tripathi, Dinesh Karthik (wk), Yuzvendra Chahal, Axar Patel, R Bishnoi, Harshal Patel, Avesh Khan, Arshdeep Singh, Umran Malik— BCCI (@BCCI) June 15, 2022
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), ইশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়, সাঞ্জু স্যামসন, সুরিয়াকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, আক্সার প্যাটেল, রবি বিষ্ণোই, হারশাল প্যাটেল, আভেশ খান, আরশদীপ সিং এবং উমরান মালিক।
আয়ারল্যান্ড স্কোয়াড:
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার এবং ক্রেইগ ইয়াং।