

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে লড়াইয়ে নামার আগে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড নিশ্চিত করেছেন, কাইল জেমিসন স্কোয়াডের বাইরে থাকবেন আগামী সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত। এছাড়া ক্যাম ফ্লেচারও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাদ পড়েছেন।
নিউজিল্যান্ড ক্রিকেটের বিবৃতি থেকে জানা যায়, কাইল জেমিসন তাঁর পিঠের নিচের অংশে ‘স্ট্রেস-রিঅ্যাকশন’ নিয়ে অন্তত সেপ্টেম্বর পর্যন্ত দল থেকে বাদ পড়েছেন। হেডিংলিতে তৃতীয় টেস্টের জন্য তাঁর বদলি হিসেবে ব্লেয়ার টিকনারকে ডাকা হয়েছে।
তবে শেষ টেস্টের সেরা একাদশে পেসার নেইল ওয়াগনারের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে, ডেন ক্লিভার প্রথমবারের মতো সাদা পোশাকে ইংল্যান্ড দলে ডাক পেলেন উইকেটকিপার ব্যাটসম্যান ক্যাম ফ্লেচারের বিকল্প হিসেবে।
সিরিজের মাঝপথে দলের অন্যতম সেরা পেসারকে হারানোর প্রসঙ্গে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন,
‘খেলোয়াড়রা চোটের কারণে তাড়াতাড়ি সফর ত্যাগ করতে বাধ্য হওয়া সবসময়ই দুঃখজনক। লর্ডসে প্রথম টেস্টে কাইল বড় ভূমিকা পালন করেছিল এবং আমি জানি যে দ্বিতীয় টেস্টে চোট পেয়ে তিনি কতটা হতাশ হয়েছিলেন। সে স্পষ্টতই আমাদের জন্য একটি বিশাল সম্পদ এবং আমরা ধৈর্য ধরে আছি যাতে তিনি এই বছরের শেষের দিকে পুরোপুরি ফিট হয়ে ফিরে আসেন।’