৪৩ রানে অলআউট হওয়া ভেন্যুতে টাইগারদের নিয়ে আশাবাদী ডোমিঙ্গো

ফিরেই আলৌকিক কিছু করে ফেলবে না সাকিব- রাসেল ডোমিঙ্গো
Vinkmag ad

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে ভেন্যু স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গতকাল (১৪ জুন) থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তার আগে অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে খেলেছে তিন দিনের প্রস্তুতি ম্যাচও। কোচ রাসেল ডোমিঙ্গো বলছেন প্রস্তিতিতে দারুণ খুশি তিনি। মূল মাঠে আগে অনুশীলনের সুযোগ পাওয়াকেও ইতিবাচক হিসেবে দেখছেন।

আগামীকাল (১৬ জুন) অ্যান্টিগা টেস্ট শুরু হচ্ছে, তবে বেশ কয়েকটি ধাপে ওয়েস্ট ইন্ডিজ যায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ১০ জুন ৩ দিনের প্রস্তুতি ম্যাচ শুরুর দিনও পুরো স্কোয়াডকে পাওয়া যায়নি। মুমিনুল হকের স্থলাভিষিক্ত হওয়া অধিনায়ক সাকিব আল হাসান যে যুক্তরাষ্ট্র থেকে পরিবারের সাথে সময় কাটিয়ে ফেরেন ১১ জুন।

প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ১৬২ রানের অপরাজিত ইনিংস তামিম ইকবালের। ফিফটির দেখা পান আরেক বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তও। বল হাতে এবাদত হোসেনের সাথে ঝলক দেখান দেড় বছর পর টেস্ট খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমানও।

শিষ্যদের প্রস্তুতি নিয়ে জানাতে গিয়ে এক ভিডিও বার্তায় ডোমিঙ্গো বলেন,

‘তিন দিনের প্রস্তুতি ম্যাচটা যেমন গিয়েছে তাতে আমি খুশি। ব্যাটার ও বোলাররা কিছু ভালো সময় কাটিয়েছে। যা আমাদের জন্য বেশ মূল্যবান প্রথম টেস্টের আগে।’

প্রস্তুতি ম্যাচ শেষে গতকাল মূল ভেন্যুতে অনুশীলন শুরু করে টাইগাররা। এর আগে চারবার ওয়েস্ট ইন্ডিজ সফর করলেও মাত্র একটি টেস্ট খেলেছে এই স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। অভিজ্ঞতাটা তিতাই, ম্যাচ হারতে হয়েছে ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে।

২০১৮ সালে খেলা ঐ ম্যাচে প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হওয়ার লজ্জাতেও পড়তে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ৪০৬ রানের বিপরীতে দ্বিতীয় ইনিংসেও থামতে হয় ১৪৪ রানে।

অতীত অভিজ্ঞতা মাথায় না রেখে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া বাংলাদেশ ইতিবাচক বলছেন ডোমিঙ্গো,

‘আজকের অনুশীলনটাও বেশ ভালো গেছে। আমরা যে মাঠে খেলবো সেখানেই অনুশীলন করাটা ইতিবাচক দিক। কন্ডিশনের সাথে মানিয়ে নিচ্ছি।

‘এখানে বাতাসের প্রবাহ থাকবে কিছুটা, বল ঘোরানোর ব্যাপারে অভ্যস্ত হতে হবে আমাদের। ভেন্যু ও উইকেটের প্রকৃতি অনুসারে অনুশীলন দারুণ হচ্ছে। সবাই ফিট আছে রাব্বি ছাড়া, সে পিঠের ব্যথায় ভুগছে। তার জায়গায় অন্য কেউ বিবেচিত হবে। (রাব্বির সিরিজ শেষ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় বিসিবি)।’

৯৭ প্রতিবেদক

Read Previous

‘মুস্তাফিজ দেশের সম্পদ, তাঁকে খেলাতে হবে হিসাব করে’

Read Next

সাফল্যের জন্য বেয়ারস্টোর রেসিপি ছিল চিজ, টোস্ট, কফি

Total
16
Share