

রেকর্ড ৪৮ হাজার ৩৯০ কোটি ভারতীয় রুপিতে নিলামে বিক্রি হয়েছে আইপিএলের সম্প্রচার স্বত্ব। আগের সমস্ত রেকর্ড ভেঙে দিল বিসিসিআই। টিভি স্বত্ব ধরে রেখেছে স্টার সংস্থাই। গত আসরের মতো আগামী পাঁচ বছরও আইপিএলের খেলা দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। তবে টিভি সম্প্রচারের স্বত্বের চেয়েও বেশি দামে বিক্রি হল আইপিএলের ডিজিটাল স্বত্ব।
২৩,৫৭৫ কোটি রূপি খরচে আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের টেলিভিশন স্বত্ব কিনে নিয়েছে স্টার স্পোর্টস। ২৩,৭৫৮ কোটি রূপির বিনিময়ে আইপিএলের ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে ভায়াকম ১৮।
Thank you, @StarSportsIndia for renewing the partnership!
Welcome on-board @viacom18 and @TimesInternet.
This is just the start of a promising 5-year journey. We can’t wait to get going. #TATAIPL
— IndianPremierLeague (@IPL) June 14, 2022
ই-অকশনের ঘোষণা শেষে বিসিসিআই সচিব জয় শাহ টুইট বার্তায় লেখেন,
‘আইপিএলের শুরুর দিন থেকে বৃদ্ধি শব্দটা সমার্থক। আজ ব্র্যান্ড আইপিএলের জন্য ভারতীয় ক্রিকেটের রেড-লেটার ডে। ই-নিলামের মূল্যায়ন দাঁড়িয়েছে ৪৮ হাজার ৩৯০ কোটি রূপি। ম্যাচ প্রতি দরের হিসেবে আইপিএল এখন বিশ্বের দ্বিতীয় দামী লিগ।’
Iam thrilled to announce that STAR INDIA wins India
TV rights with their bid of Rs 23,575 crores. The bid is a direct testimony to the BCCI’s organizational capabilities despite two pandemic years.— Jay Shah (@JayShah) June 14, 2022
এবার মোট চারটি ভাগে আইপিএল স্বত্ব বিক্রির নিলাম হয় – প্যাকেজ ‘এ’ (ভারতীয় উপ-মহাদেশে টিভির সম্প্রচার স্বত্ব), প্যাকেজ ‘বি’ (ভারতীয় উপ-মহাদেশে আইপিএলের ডিজিটাল স্বত্ব), প্যাকেজ ‘সি’ (বিশেষ ম্যাচের ডিজিটাল সম্প্রচার স্বত্ব) এবং প্যাকেজ ‘ডি’ (বিশ্বের সম্প্রচার স্বত্ব)। ই-অকশনে চারটি স্বত্ব বিক্রি করে ৪৮,৩৯০ কোটি রূপি উঠেছে বিসিসিআইয়ের হাতে।
প্যাকেজ ‘এ’ অর্থাৎ ভারতের দর্শকদের খেলা দেখানোর স্বত্ব ২৩,৫৭৫ কোটি রূপি খরচে কিনেছে ডিজনি স্টার। ভারতের ডিজিটাল স্বত্ব ২০,৫০০ কোটিতে কিনেছে ভায়াকম ১৮। তারাই বিশেষ ১৮টি ম্যাচের ডিজিটাল স্বত্ব কিনেছে ৩,২৫৮ কোটি রূপি খরচে। ১ হাজার ৫৮ কোটি রূপিতে বিদেশি টিভি এবং ডিজিটাল স্বত্ব কিনেছে ভায়াকম ১৮ এবং টাইমস ইন্টারনেট।