টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রাব্বি

মুশফিকের পরিবর্তে খেলবে রাব্বি, দেখতে মুখিয়ে সিডন্স
Vinkmag ad

কোন সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ হয়ে থাকে সফরকারী দলের ক্রিকেটারদের নিজেদের প্রস্তুত করার মঞ্চ। তবে এই প্রস্তুতি ম্যাচ খেলতে যেয়েই বিপত্তি, ইনজুরিতে পড়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন টাইগার ব্যাটার ইয়াসির আলি চৌধুরী রাব্বি।

কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস ইলেভেনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ১ম দিনে ব্যাক ইনজুরিতে পড়েন ইয়াসির।

চোট পাওয়া স্থানে এমআরআই করানো হলে ল্যাম্বার স্পাইনে ব্যাক পেইনের অস্তিত্ব পাওয়া যায়।

এই ইস্যুতে জাতীয় দলের ফিজিও বায়েজীদ ইসলাম বলেন, ‘এমন ইনজুরি থেকে সেরে উঠতে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে। যেকারণে সে (ইয়াসির) টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছে।’

উল্লেখ্য, অ্যান্টিগায় আগামী ১৬ জুন শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার ১ম টেস্ট। ২য় টেস্ট সেন্ট লুসিয়ায় শুরু হবে ২৪ জুন।

পবিত্র হজ্ব পালনের জন্য এই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মুশফিকুর রহিম। তাই সেই পজিশনে ইয়াসির আলি চৌধুরী রাব্বির খেলার কথা ছিল। যদিও এখন সিরিজ থেকে ছিটকেই গেলেন তিনি।

৯৭ প্রতিবেদক

Read Previous

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের পেসাররা এগিয়ে বলছেন আল আমিন

Read Next

আইপিএলের মিডিয়া রাইটস বিক্রি হল রেকর্ড দামে

Total
4
Share