

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ধোবল ধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই হতাশা ভুলে আগামী ১৬ জুন বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের দিকে তাকিয়ে আছে ক্যারিবিয়ানরা। পাকিস্তানে দলকে নেতৃত্ব দেওয়া নিকোলাস পুরান বলছেন টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের অপেক্ষায় আছেন তিনি। দলকে জানিয়েছেন শুভ কামনা।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচ তিনটিতে বড় ব্যবধানেই হারতে হয়ে ওয়েস্ট ইন্ডিজকে। ৫ উইকেট, ১২০ রান ও ৫৩ রানের ব্যবধানে পরাজয় সঙ্গী হয়েছে নিকোলাস পুরানদের।
তবে এই সিরিজ থেকে নেওয়া শিক্ষাকেই ইতিবাচক হিসেবে দেখছেন পুরান। উইকেট রক্ষক এই ব্যাটার বলছেন ভবিষ্যতে কাজে লাগবে এসব ভুল ত্রুটি থেকে পাওয়া শিক্ষা। আপাতত তাকিয়ে আছেন বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের দিকে।
তার ভাষ্য, ‘শেষ দুটি ম্যাচ আমাদের জন্য কিছুটা হতাশার। তবে আমরা দল হিসেবে মন্দ করিনি। আমরা পাকিস্তানের মাটিতে এই সিরিজ থেকে অনেক কিছুই শিখেছি। কদিন পরেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হবে। আমরা এই সিরিজটির দিকে চেয়ে আছি।’
সফরে দুই টেস্ট ও সমান তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। শুরুতে থাকছে টেস্ট সিরিজ। ১৬ জুন অ্যান্টিগায় মাঠে গড়াবে প্রথম টেস্ট। প্রথম টি-টোয়েন্টি ৩ জুলাই ও প্রথম ওয়ানডে ১০ জুলাই।
টেস্ট দলকে শুভকামনা জানিয়ে পুরান বলছেন খেলতে হবে স্মার্ট ক্রিকেট, ‘আশা করি, পাকিস্তানের বিপক্ষে সিরিজে পাওয়া অনেক শিক্ষাই বাংলাদেশের বিপক্ষে কাজে লাগবে। উইকেট নিতে হবে, রান করতে হবে, স্মার্ট ক্রিকেট খেলতে হবে। টেস্ট দলকে আমি শুভকামনা জানাই। বাংলাদেশের বিপক্ষে আবারও সিরিজ জয়ের অপেক্ষায় আছি আমি।’