

বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) সাবেক ক্রিকেটার (পুরুষ ও নারী) ও সাবেক আম্পায়ারদের মাসিক পেনশনে আর্থিক বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এটি কার্যকর হবে ১ জুন থেকে।
পুরুষ প্রথম শ্রেণির ক্রিকেটার যারা আগে ১৫ হাজার ভারতীয় রুপি করে পেতেন তারা পাবেন ৩০ হাজার ভারতীয় রুপি। সাবেক টেস্ট ক্রিকেটাররা আগে পেতেন মাসিক ৩৭,৫০০ রুপি। এখন তারা পাবেন ৬০,০০০ রুপি করে। যাদের পেনশন ৫০,০০০ রুপি ছিল তারা পাবেন ৭০,০০০ রুপি।
NEWS ????- BCCI announces increase in monthly pensions of former cricketers, umpires.
READ –https://t.co/wmjylA1sb4
— BCCI (@BCCI) June 13, 2022
নারী ক্রিকেটার যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তারা আগে পেতেন ৩০,০০০ রুপি। এখন থেকে পাবেন ৫২,৫০০ রুপি। ২০০৩ সালের আগে অবসর নেওয়া প্রথম শ্রেণির ক্রিকেটার যারা ২২,৫০০ রুপি পেতেন তারা পাবেন ৪৫,০০০ রুপি করে।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এক বিবৃতিতে বলেন, ‘এটা খুবই গুরুত্বপুর্ণ, সাবেক ক্রিকেটারদের ভালো থাকা নিশ্চিত করা। ক্রিকেটাররা খেলার প্রাণ এবং বোর্ড হিসাবে আমাদের দায়িত্ব তাদের খেলোয়াড়ি জীবন শেষেও পাশে থাকা। আম্পায়াররা আনসাং হিরো, বিসিসিআই তাদের অবদানকেও মূল্য দেয়।’
“It is mportant that the financial well-being of our former cricketers is taken care of. The players remain the lifeline of the game, it is our duty to be by their side once their playing days are over. The umpires hve been heroes and the BCCI truly values their contribution.”
— Sourav Ganguly (@SGanguly99) June 13, 2022
বিসিসিআই এর এমন সিদ্ধান্ত আনন্দের সাথে স্বাগত জানিয়েছে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (আইসিএ)।