সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়াল বিসিসিআই

সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়াল বিসিসিআই
Vinkmag ad

বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) সাবেক ক্রিকেটার (পুরুষ ও নারী) ও সাবেক আম্পায়ারদের মাসিক পেনশনে আর্থিক বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এটি কার্যকর হবে ১ জুন থেকে।

পুরুষ প্রথম শ্রেণির ক্রিকেটার যারা আগে ১৫ হাজার ভারতীয় রুপি করে পেতেন তারা পাবেন ৩০ হাজার ভারতীয় রুপি। সাবেক টেস্ট ক্রিকেটাররা আগে পেতেন মাসিক ৩৭,৫০০ রুপি। এখন তারা পাবেন ৬০,০০০ রুপি করে। যাদের পেনশন ৫০,০০০ রুপি ছিল তারা পাবেন ৭০,০০০ রুপি।

নারী ক্রিকেটার যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তারা আগে পেতেন ৩০,০০০ রুপি। এখন থেকে পাবেন ৫২,৫০০ রুপি। ২০০৩ সালের আগে অবসর নেওয়া প্রথম শ্রেণির ক্রিকেটার যারা ২২,৫০০ রুপি পেতেন তারা পাবেন ৪৫,০০০ রুপি করে।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এক বিবৃতিতে বলেন, ‘এটা খুবই গুরুত্বপুর্ণ, সাবেক ক্রিকেটারদের ভালো থাকা নিশ্চিত করা। ক্রিকেটাররা খেলার প্রাণ এবং বোর্ড হিসাবে আমাদের দায়িত্ব তাদের খেলোয়াড়ি জীবন শেষেও পাশে থাকা। আম্পায়াররা আনসাং হিরো, বিসিসিআই তাদের অবদানকেও মূল্য দেয়।’

বিসিসিআই এর এমন সিদ্ধান্ত আনন্দের সাথে স্বাগত জানিয়েছে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (আইসিএ)।

৯৭ ডেস্ক

Read Previous

অ্যান্ডারসনের লড়াইটা নিজের সাথেই

Read Next

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের অপেক্ষায় পুরান

Total
1
Share