অ্যান্ডারসনের লড়াইটা নিজের সাথেই

অ্যান্ডারসনের লড়াইটা নিজের সাথেই
Vinkmag ad

১৩৩ টেস্টের ২৩০ ইনিংসে ৮০০ উইকেট, শ্রীলঙ্কান স্পিন জাদুকর মুত্তিয়াহ মুরালিধরন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটের মালিক। সিংহাসনের চূড়ায় বসে থাকা মুরালিধরনের খুব কাছে থাকা অস্ত্রেলিয়ার গত হওয়া লেগ স্পিনার শেন ওয়ার্নের উইকেট ১৪৫ টেস্টের ২৭৩ ইনিংসে ৭০৮।

এই দুই কালজয়ী স্পিনার সাদা পোশাকে খেলা ছেড়েছিলেন এক যুগের বেশি সময় আগে। এই সময়টা নিজের করে নিয়ে তাদের কাছাকাছি এসেছেন ইংল্যান্ডের তারকা পেসার জিমি অ্যান্ডারসন।

৩৯ বছর বয়সী জিমি অ্যান্ডারসনের টেস্ট ক্যারিয়ারের বয়সই ১৯ বছর! এই সময়ে পেসার হয়েও খেলেছেন ১৭১* টেস্ট। এখন অব্দি ৩১৮ ইনিংসে বল করা অ্যান্ডারসনের উইকেট ৬৫০ টি।

টম ল্যাথামকে বোল্ড করে আরও এক মাইলফলক স্পর্শ করা হল জিমির। যেখানে পেসার হিসাবে আছেন কেবল তিনিই। পেসার হিসাবে জিমির কাছাকাছি অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার উইকেট ৫৬৩।

পেসারদের হিসাব করলে অ্যান্ডারসনই তাই প্রথম যিনি ৬০০ বা ৬৫০ টেস্ট উইকেট পেয়েছেন।

জিমির লড়াইটা নিজের সাথেই। এই বয়সেও একেকটা উইকেট পাবার পর যে উদযাপন করেন, তাতে বোঝা যায় খেলার প্রতি নিবেদন আছে সেই আগের মতই। একটা সময় যারা জিমির ক্যারিয়ারের ইতি দেখে ফেলেছিলেন তারাই এখন ক্ষণ গুনছেন- তার ৭০০ উইকেটের।

পেসার হিসাবে সর্বোচ্চ টেস্ট উইকেট-

১. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৬৫০
২. গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)- ৫৬৩
৩. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)- ৫৪৪
৪. কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ)- ৫১৯
৫. ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)- ৪৩৯।

97 Desk

Read Previous

ক্যারিয়ারের শুরুতেই বড় স্বীকৃতি পেলেন তুবা হাসান

Read Next

সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়াল বিসিসিআই

Total
9
Share