

আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরুতেই বড় স্বীকৃতি পেলেন পাকিস্তানি নারী ক্রিকেটার তুবা হাসান। রাতারাতি তারকা বনে যাওয়া তুবা হয়েছেন মে মাসের আইসিসি উইমেন্স প্লেয়ায় অব দ্য মান্থ।
পাকিস্তানের তুবা হাসানের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। আর প্রথমবার নোমিনেশন পেয়েই পেলেন স্বীকৃতিও।
পাকিস্তানের হয়ে তুবা হাসানের আগে আর কোন নারী ক্রিকেটার এই স্বীকৃতি পাননি।
🔹 Player of the Match on international debut ✅
🔹 Player of the Series against Sri Lanka ✅
🔹 ICC Player of the Month ✅A memorable first month in international cricket for @TubaHassan_72 🌟
More ➡ https://t.co/BAVpDX3KgC pic.twitter.com/my2ht5HZ8N
— ICC (@ICC) June 13, 2022
আন্তর্জাতিক অভিষেকে ৮ রান খরচে ৩ উইকেট নিয়েছিলেন তুবা হাসান। এই পারফরম্যান্স দিয়ে ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। নিজের করা ২য় বলেই আনুশকা সঞ্জিবনীকে ফেরান। পরে ফেরান হারশিথা মাদাভি ও কাভিশা দিলহারিকেও।
পরবর্তী দুই ম্যাচে ১ টি করে উইকেট নেন তিনি কম ইকোনমিতে। সিরিজে মোট ৫ উইকেট নেন ৮.৮ গড়ে ও ৩.৬৬ ইকোনমিতে। পাকিস্তান সিরিজ জেতে ৩-০ তে, সিরিজ সেরা হন তুবা।
তুবা হাসান পেছনে ফেলেছেন নোমিনেশন পাওয়া তার দলের ক্যাপ্টেন বিসমাহ মারুফ ও জার্সির ১৭ বছর বয়সী ট্রিনিটি স্মিথকে।