

শ্রীলঙ্কার অভিজ্ঞ তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন। ২০২২ এর মে মাসের সেরা খেলোয়াড়ের তকমা পেলেন তিনি।
স্বদেশী আসিথা ফার্নান্দো ও বাংলাদেশের মুশফিকুর রহিমকে পেছনে ফেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন ম্যাথুস।
বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ম্যাথুস। সিরিজে ২ সেঞ্চুরিতে ৩৪৪ রান করেছিলেন তিনি। প্রথম টেস্টে চট্টগ্রামে ১ রানের জন্য পাননি ডাবল সেঞ্চুরি, আউট হয়েছিলেন ১৯৯ রানে।
মিরপুরে ২য় টেস্টে ১৪৫ রান এসেছিল তার ব্যাটে। যেখানে ১০ উইকেটে জিতেছিল তার দল। সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন তিনি।
২০২১ সালের জানুয়ারি থেকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের প্রচলন করে। অ্যাঞ্জেলো ম্যাথুসই প্রথম লঙ্কান ক্রিকেটার যিনি এই পুরস্কার পেলেন।
The first Sri Lankan to achieve this feat! 🎉
Find out who has been crowned as the ICC Men’s Player of the Month for May 2022 👇
— ICC (@ICC) June 13, 2022
মাসের সেরা হয়ে অ্যাঞ্জেলো ম্যাথুস বলেন, ‘আমি গর্বিত ও উচ্ছ্বসিত আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়ে। আমি অভিনন্দন জানাতে চাই আসিথা ফার্নান্দো ও মুশফিকুর রহিমকে যারা এটা পেতে পারত তাদের পারফরম্যান্স দিয়ে।’
‘আমি এই পুরস্কার পেয়ে কৃতজ্ঞ। আমি সৃষ্টিকর্তা, সতীর্থ, সাপোর্ট স্টাফ ও সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ও আমাকে সাপোর্ট করার জন্য। আমি এটা শ্রীলঙ্কার মানুষদের উৎসর্গ করতে চাই। চলো কখনো স্বপ্ন দেখা বন্ধ না করি।’