

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে ব্যাট হাতে প্রস্তুতিটা ভালোই সেরে নিয়েছেন তামিম ইকবাল। তামিমের সেঞ্চুরির বাইরে ফিফটি এসেছে কেবল নাজমুল হোসেন শান্তর ব্যাটে।
দ্বিতীয় দিন প্রথম সেশনে এক ঘন্টার মতো ব্যাট করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে তামিমের অপরাজিত ১৬২ রানে ভর করে ৭ উইকেটে স্কোরবোর্ডে ৩১০ রান।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৭৪ রানে প্রথম দিন শেষ করেছিল সফরকারীরা। তামিম ১৪০ ও মোসাদ্দেক ৬ রানে অপরাজিত ছিল।
আজ মোসাদ্দেক যেতে পারেনি বেশি দূর। জেরেমিয়াহ লুইসের বলে আউট হন ১৯ রান করে। মোসাদ্দেকের বিদায়ের পর বাংলাদেশ ৮ বলের বেশি খেলেনি। ইনিংস ঘোষণার আগে তামিমের ব্যাটে ২৮৭ বলে ২১ চার ১ ছক্কায় ১৬২ রান।
আগেরদিন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক ফেরেন খালি হাতে। অধিনায়ক লিটন দাস করতে পারেননি ৪ রানের বেশি। নুরুল হাসান সোহানের ব্যাটে এসেছে ৩৫ রান। ফিফটি তুলে ৫৪ রানেই থামেন শান্ত।
*এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের সংগ্রহ ৭.১ ওভারে বিনা উইকেটে ২৬ রান।