

বড় জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান। মোহাম্মদ নওয়াজের ক্যারিয়ার সেরা বোলিং এবং ইমাম উল হক ও বাবর আজমের ২ হাফ সেঞ্চুরিতে ১২০ রানের ব্যবধানে জয়লাভ করে তারা।
মুলতানে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৭৫ রান করে পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের ব্যাটে রানের ফোয়ারা ছুটেই চলেছে। এদিন করেন ৭৭ রান। এছাড়া ইমামের ব্যাট থেকে আসে ৭২ রান।
ক্যারিবিয়ানদের পক্ষে আকিল হোসেন ৩টি এবং অ্যান্ডারসন ফিলিপ ও আলজারি জোসেফ ২টি করে উইকেট পান।
লক্ষ্য তাড়া করতে নেমে কাইল মেয়ার্স (৩৩) ও শামার ব্রুকসের (৪২) ব্যাটে ছন্দে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে নওয়াজের ক্ষুরধার স্পিনে কুপোকাত হয়ে যায় ক্যারিবীয় ব্যাটাররা। মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
নওয়াজ ১০ ওভারে মাত্র ১৯ রানে ৪ উইকেট নেন, হয়েছেন ম্যাচ সেরাও৷ এছাড়া মোহাম্মদ ওয়াসিম ৩টি ও শাদাব খান ২ উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ২৭৫/৮ (৫০), ফখর ১৭, ইমাম ৭২, বাবর ৭৭, রিজওয়ান ১৫, হারিস ৬, নওয়াজ ৩, খুশদিল ২২, শাদাব ২২, ওয়াসিম ১৭*, শাহীন আফ্রিদি ১৫*; ফিলিপ ৮-৫০-২, জোসেফ ১০-১-৩৩-২, আকিল ১০-০-৫২-৩
ওয়েস্ট ইন্ডিজঃ ১৫৫/১০ (৩২.২), হোপ ৪, মেয়ার্স ৩৩, ব্রুকস ৪২, কিং ০, পুরান ২৫, পাওয়েল ১০, আকিল ১৪*, শেফার্ড ১, জোসেফ ৬, ওয়ালশ ১, ফিলিপ ১; শাহীন আফ্রিদি ৪-১-১৭-১, ওয়াসিম ৪.২-০-৩৪-৩, নওয়াজ ১০-০-১৯-৪, শাদাব ৯-১-৪০-২
ফলাফলঃ পাকিস্তান ১২০ রানে জয়ী
ম্যাচ সেরাঃ মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান)।