

ট্রেন্টব্রিজ টেস্টের ১ম দিনটা নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেলের ২ হাফ সেঞ্চুরির কল্যাণে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৩১৮ রান করেছে তারা।
টসে জিতে লর্ডস টেস্টের মত এদিনও প্রথমে বোলিং নেয় ইংলিশরা। নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের কোভিড পজিটিভ হওয়ায় এ টেস্টে নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম। ল্যাথাম ও উইল ইয়াংয়ের উদ্বোধনী জুটি ৮৪ রান পর্যন্ত স্থায়ী হয়।
With the bat first in Nottingham after @englandcricket skipper Ben Stokes wins the toss and opts to bowl 🏏 Follow play LIVE in NZ with @sparknzsport and listen on @senz_radio 📲 #ENGvNZ pic.twitter.com/0m3tb3FsDQ
— BLACKCAPS (@BLACKCAPS) June 10, 2022
পরপর ২ বলে ইয়াং (৪৭) ও ল্যাথাম (২৬) আউট হলে চাপে পড়ে যায় ব্ল্যাকক্যাপসরা। ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস ৭৭ রানের জুটি গড়ে বিপদ সামলান। ৮ রানের ব্যবধানে কনওয়ে (৪৬) ও নিকোলস (৩০) বিদায় নিলে আবারও বিপর্যয়ের সম্মুখীন হয় নিউজিল্যান্ড।
তবে এরপর ১৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন পার করে দেন ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল। আগের টেস্টেও দারুণ ব্যাটিং করা এদিনও এ দুইজন দুর্দান্ত ব্যাটিং করেন। মিচেল ৮১ ও ব্লান্ডেল ৬৭ রানে অপরাজিত থেকে ২য় দিন শুরু করবেন।
ইংলিশদের পক্ষে জেমস অ্যান্ডারসন ও অধিনায়ক বেন স্টোকস ২টি করে উইকেট নেন।
View this post on Instagram
সংক্ষিপ্ত স্কোরঃ ১ম দিন শেষে
নিউজিল্যান্ডঃ ৩১৮/৪ (৮৭), ল্যাথাম ২৬, ইয়াং ৪৭, কনওয়ে ৪৬, নিকোলস ৩০, মিচেল ৮১*, ব্লান্ডেল ৬৭*; অ্যান্ডারসন ১৮-৬-৪২-২, স্টোকস ১২-০-৪০-২।