

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা ভালো যায়নি জিম্বাবুয়ের, হতে হয়েছে হোয়াইটওয়াশ। টি-টোয়েন্টি সিরিজের আগে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা, যেখানে ফিরেছেন ওপেনিং ব্যাটার তাদিওয়ানাশে মারুমানি।
মারুমানি শেষবার খেলেছিলেন স্কটল্যান্ডের বিপক্ষে, ২০২১ সালের সেপ্টেম্বরে। এই বছরের শুরুতে নামিবিয়ার বিপক্ষে সিরিজ ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না তিনি।
১১ টি-টোয়েন্টি খেলে ১১৮ রান করেছেন ২০ বছর বয়সী এই ওপেনার। স্কোয়াডে নতুন অন্তর্ভূক্তি বলে কেবল তিনিই। এছাড়া আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবাইই আছেন প্রায়,
বাদ পড়েছেন ব্যাটার তাকুজওয়ানাশে কাইতানো ও ফাস্ট বোলার তানাকা শিভাঙ্গা।
Marumani in, duo out as Zimbabwe name T20I squad https://t.co/ySDCDG9xMi pic.twitter.com/sMhOdoZyfI
— Zimbabwe Cricket (@ZimCricketv) June 10, 2022
আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড-
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গে, ইনোসেন্ট কায়া, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ের্স, অ্যাইন্সলে লোভু, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও ডোনাল্ড টিরিপানো।
সিরিজের সূচিঃ
১ম টি-টোয়েন্টি- ১১ জুন, হারারে স্পোর্টস ক্লাব
২য় টি-টোয়েন্টি- ১২ জুন, হারারে স্পোর্টস ক্লাব
৩য় টি-টোয়েন্টি- ১৪ জুন, হারারে স্পোর্টস ক্লাব।