

আগামী ১৬ জুন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। অ্যান্টিগায় ১ম টেস্টের আগে আজ অবশ্য মাঠের খেলা শুরু হয়েছে লিটন-মুমিনুলদের। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে উইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ।
বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন সাকিব, দলের সাথে যোগ দেবেন আগামীকাল (১১ জুন)। দুপুরের পর অ্যান্টিগায় পৌঁছাবেন তৃতীয় দফা টেস্ট অধিনায়কত্ব পাওয়া এই অলরাউন্ডার। তাই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন তার ডেপুটি লিটন দাস।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী বাংলাদেশ দল।
দিনের শুরুই নাকি সারাটি দিন কেমন যাবে তার বার্তা দেয়। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে আজ অবশ্য তেমন হয়নি।
ইনিংসের ২য় ওভারের ৫ম বলেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। কোন রান না করে লুইসের বলে ইমলাখকে ক্যাচ দেন জয়।
এরপর থেকে ১ম সেশনে অবশ্য আর কোন উইকেট হারায়নি লিটন দাসের দল। ফিফটি পুর্ণ করে অপরাজিত আছেন তামিম ইকবাল। ফিফটির অপেক্ষায় আছেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত।
১১২ বলে ১২ চারে ৭৫ রান করে অপরাজিত আছেন তামিম। ৭ চারে ৪৫ রান করতে ৮৬ বল খেলেছেন অপর অপরাজিত ব্যাটার শান্ত।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন, ১ম সেশন শেষে):
বাংলাদেশ ১২৩/১ (৩৪), তামিম ৭৫*, জয় ০, শান্ত ৪৫*; লুইস ৮-১-২৬-১।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল-
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (অধিনায়ক), মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, এবাদত হোসেন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
উইন্ডিজ প্রেসিডেন্টস ইলেভেন-
ওয়াই চারিয়াহ (অধিনায়ক), কলিন আরকিবাল্ড, আলিক আথানাজে, ত্যাগনারায়ন চন্দরপাল, চার্লস, রস্টন চেজ, টেভিন ইমালখ, জার্মিয়া লুইস, প্রিস্টন ম্যাকসুইন, মারকুইনু মিন্ডলে, জেএল সোলোজানো, জোমেল ওয়ারিক্যান।